বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২০, ০৯:৩৪:৫৩

এরদোয়ানকে নিয়ে মন্তব্য, তুরস্কের পার্লামেন্টে তুমুল মা'রামা'রি

এরদোয়ানকে নিয়ে মন্তব্য, তুরস্কের পার্লামেন্টে তুমুল মা'রামা'রি

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে নিয়ে 'অসম্মানজনক' মন্তব্য করার ইস্যুতে সে দেশের পার্লামেন্টে আইনপ্রণেতাদের মধ্যে তুমুল মা'রামা'রি হয়েছে। বুধবার বিরো'ধী দল 'রিপাবলিকান পিপলস পার্টি'র আইনপ্রণেতা এনজিন অজগোকের বক্তব্যের জেরে ওই মা'রামা'রির ঘটনা ঘটে। এরইমধ্যে মা'রামা'রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

সম্প্রতি এক সংবাদ সম্মেলন ও টুইটার পোস্টে এনজিন অজগোক এরদোয়ানের বি'রু'দ্ধে কয়েকদিন আগে সিরিয়ার ইদলিবে নিহ'ত হওয়া তুর্কি সেনাদের 'অসম্মান' করার অ'ভিযো'গ তোলেন। শুধু তাই নয়, এর সূত্রে অজগোক তুর্কি প্রেসিডেন্টকে ''অ'জ্ঞ, নীচ ও বে'ঈমা'ন'' বলেও গা'লম'ন্দ করেন। তুর্কি শিশুদের সিরীয় যু'দ্ধে পাঠানোরও অ'ভিযো'গ তুলে ওই আইনপ্রণেতা বলেন, অথচ এরদোয়ান নিজের সন্তানদের সাম'রিক সং'শ্লি'ষ্টতা থেকে দূরে রেখেছেন। 

'অতিরিক্ত বেড়েছে তুরস্ক', না পিছিয়ে পা'ল্টা আরও বেশি হা'মলা চালাচ্ছে রাশিয়া

বুধবার অজগোকের ওই মন্তব্যের জেরেই পার্লামেন্টে তুমুল হাঙ্গামা ও মা'রামা'রি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মা'রামা'রির ভিডিওতে দেখা যায়, কয়েক ডজন পার্লামেন্ট সদস্য তাতে যোগ দিয়েছেন। কেউ কেউ ডেস্কের ওপর উঠে বিরো'ধীপক্ষকে কি'ল-ঘু'ষি মা'রছেন। অনেকে আবার মা'রামা'রি থামানোর চেষ্টাও করছেন। সং'ঘ'র্ষে কয়েকজন আইনপ্রণেতাকে মাটিতে পড়েও যেতে দেখা যায়। 

এ ঘটনার আগে সিরিয়ায় তুর্কি সেনা মোতায়েনের ব্যাপারটিকে প্রশ্নবি'দ্ধ করায় এরদোয়ানও বিরো'ধী দলকে ''অ'জ্ঞ, নীচ ও বে'ঈমান'' বলে ভর্ৎ'সনা করেন। অজগোক সেই মন্তব্যেরই প্রতি'ক্রিয়া দেখিয়ে তুর্কি প্রেসিডেন্টকে ''অ'জ্ঞ, নীচ ও বেঈ'মান'' বলে মন্তব্য করেন। তুর্কি পার্লামেন্টের স্পিকার প্রেসিডেন্টের বি'রু'দ্ধে অজগোকের ওই বিবৃতির নি'ন্দা জানিয়েছেন। এ ঘটনার তদ'ন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা- আনাদুলু। তুরস্কের পার্লামেন্টে সেই মুহুর্তে ভিডিওটি দেখুন..

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে