বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২০, ১০:২৪:৩৫

হজ্বের পর এবার শুক্রবারের নামাজও বন্ধ ঘোষণা

হজ্বের পর এবার শুক্রবারের নামাজও বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাই'রাসের আ'ত'ঙ্কে মক্কায় যাত্রা ব'ন্ধ করে দেওয়া হয়েছে আগেই। এবার ব'ন্ধ হচ্ছে শুক্রবারের নামাজও। ইরানের করোনা ভাই'রাসে মৃ'ত্যুর খবর প্রকাশ্যে আসতে শুরু করতেই এমন সিদ্ধান্ত নিল তেহরান। বুধবার পর্যন্ত ইরানে করোনা ভাই'রাসে মৃ'ত্যুর সংখ্যা ৯২। আ'ক্রা'ন্ত হয়েছেন অন্তত ২৯২২ জন। 

চীনের পর ইরানেই এই ভাই'রাসে সবথেকে বেশি মানুষের মৃ'ত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যে সব মিলিয়ে করোনা আ'ক্রা'ন্তের সংখ্যা ৩১৪০। অন্যদিকে, একই কারণে হজ যাত্রা সাময়িক স্থ'গি'ত রাখল সৌদি আরব। সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য এই নির্দে'শি'কা দেওয়া হয়েছে। নতুন ধরণের করোনা ভাই'রাস যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য স'ত'র্কতা হিসাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সে দেশের সরকারি সংবাদমাধ্যম।

করোনা থেকে বাঁচতে শুক্রবারের জুমার নামাজ বাসায় আদায়ের পরামর্শ

গত সপ্তাহেই বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব কর্মকাণ্ড ব'ন্ধের কার্যত বি'র'ল নি'র্দে'শ দেয় সৌদি আরব। ওমরাহ হজ করার জন্য জমা নেওয়া অর্থ এজেন্সির মাধ্যমে ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এছাড়া পর্যটন ভিসা থাকা সত্ত্বেও করোনা ভাই'রাস ধ'রা পরেছে এমন এলাকা থেকে আসা বিভিন্ন দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ না করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের প্রশাসন। 

তবে এক্ষেত্রে নির্দিষ্ট করে দেশগুলির নাম উল্লেখ করা হয়নি। মক্কায় ওমরাহ ব'ন্ধ করার পাশাপাশি পবিত্র নগরী মদিনায়ও প্রবেশ ব'ন্ধ করা হয়েছে। হজের পর ওমরাহকে প্রধান ধর্মীয় গুরুত্বপূর্ণ কাজ বলে দেখা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে