শনিবার, ০৭ মার্চ, ২০২০, ০৫:৩০:৪৪

করোনাভাইরাসে কোন দেশে কত মানুষ ম'রতে পারে, জানালেন অস্ট্রেলিয়ার গবেষকরা

করোনাভাইরাসে কোন দেশে কত মানুষ ম'রতে পারে, জানালেন অস্ট্রেলিয়ার গবেষকরা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী আত'ঙ্ক ছ'ড়াচ্ছে নতুন করেনাভাই'রাস। এরই মধ্যে এই ভাইরাসে আ'ক্রা'ন্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। মৃ'ত্যু হয়েছে ৩ হাজারের বেশি মানুষের।চীনের উহান থেকে উ'ৎপ'ত্তি হলেও বর্তমানে গো'টা বিশ্বেই আ'ত'ঙ্ক ছ'ড়াচ্ছে করোনাভাই'রাস। ইতোমধ্যে বিশ্বের প্রায় ৯০টি দেশে ছ'ড়িয়ে প'ড়েছে প্রা'ণঘা'তী করোনাভাই'রাস।

এমতাব'স্থায় করোনাভাইরাসে বিশ্বব্যাপী কী পরিমাণ ক্ষ'য়ক্ষ'তি হতে পারে তা নিয়ে গবে'ষণা চালিয়েছে অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের একদল গবে'ষক। তারা দা'বি করেছেন, এই সং'ক্র'মণ নি'ম্নমা'ত্রার হলেও দেড় কোটি, মাঝারি মাত্রার হলে ৩ কোটি ৮০ লাখ ও বি'পর্য'য়কর হলে ৬ কোটি ৮০ লাখ মানুষের মৃ'ত্যু হতে পারে।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির এই গবেষকরা বলছেন, একেবারে নি'ম্নমা'ত্রার ম'হামা'রী হলেও বৈ'শ্বিক প্রবৃ'দ্ধি কমে আসতে পারে ২ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার।

তাদের মতে, সং'ক্র'মণে বেশি মানুষ মা'রা যাবে যেসব দেশে তার মধ্যে রয়েছে, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও জার্মানিসহ কয়েকটি দেশ। করোনায় আক্রান্ত কী-না, ঘরে বসেই কয়েক সেকেন্ডে পরীক্ষা করবেন যেভাবে

তদের মতে, নিম্নমা'ত্রার ম'হামা'রী হলে চীন এবং ভারতে কয়েক মিলিয়ন করে মানুষ মা'রা যাবে। যুক্তরাজ্যে ৬৪ হাজার, জার্মানিতে ৭৯ হাজার এবং ফ্রান্সে ৬০ হাজার মানুষ মা'রা যেতে পারেন।

তী'ব্র ম'হামা'রী হলে শুধু চীনেই মা'রা যাবে এক কোটি ২০ লাখ, যুক্তরাষ্ট্রে ১ কোটি ১০ লাখ, ব্রিটেনে ২ লাখ ৯০ হাজার। একইভাবে লাখ লাখ মানুষের মৃ'ত্যু হবে জার্মানি এবং ফ্রান্সে। সূত্র: ডেইলি মেইল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে