বাবরি মসজিদের মডেল বসানোকে ঘিরে ভারতে উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক : আবারও সাম্প্রদায়িক উত্তেজনার কালো মেঘ ঘনাচ্ছে ভারতের আকাশে৷ ফের মাথা তুলছে মন্দির-মসজিদ রাজনীতি৷ শিবসেনা যখন রামমন্দির তৈরির দিনক্ষণ ঘোষণা করতে তৎপর হয়েছে, তখনই মন্দির তৈরির জন্য টন টন ওজনের বিশালাকায় বহু পাথর উত্তরপ্রদেশের অযোধ্যার করসেবকপুরমে এসে পৌঁছনোয় উত্তেজনার আঁচও বাড়তে শুরু করেছে৷
বুধবার বিতর্কিত কাঠামোর খুব কাছে সংখ্যালঘু অধ্যুষিত কাজিয়ানা এলাকায় বাবরি মসজিদের একটি মডেল বসানোকে ঘিরে উত্তেজনা দেখা দেয়৷ থার্মোকলের তৈরি ওই বড়সড় মডেলটি বসানো হয় সেখানে৷ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ৷ পুলিশ মডেলটি সরাতে গেলে প্রতিবাদ করে স্থানীয় কয়েকটি মুসলিম গোষ্ঠী৷
তাদের বক্তব্য, মন্দির তৈরির জন্য পাথর আমদানি তো বন্ধ করতে পারছে না পুলিশ৷ তাহলে মডেল সরানো হবে কেন? পরে পুলিশ মডেলটি সরিয়ে নিয়ে গিয়ে বাজেয়াপ্ত করলে রামজন্মভূমি থানার সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় মুসলিমরা৷ এই ঘটনার জেরে অযোধ্যার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ পুলিশ মোতায়েন করার পাশাপাশি যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে আধা সেনা তৈরি রাখা হয়েছে৷
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন্ প্রান্ত থেকে রামমন্দির তৈরির জন্য কয়েক ট্রাক পাথর অযোধ্যায় এসে পৌঁছতে শুরু করেছে৷ এর মধ্যে রামমন্দির নির্মাণ কার্যশালা প্রকল্পও আরও গতি পেয়েছে৷ এসব ঘটনার জেরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে৷
ভারতের শাসক দল বিজেপি বিরোধী দলগুলির অভিযোগ, ২০১৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে সাম্প্রদায়িক মেরুকরণ ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি ও সঙ্ঘ পরিবার৷ সে কথা মাথায় রেখেই মন্দির তৈরির কাজে গতি আনা হয়েছে৷ যদিও বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্য, বিরোধীরা এ নিয়ে অযথা হাওয়া গরম করতে চাইছে৷ মন্দিরের কাজ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই হচ্ছে৷
অন্যদিকে, মহারাষ্ট্র ভিত্তিক শিবসেনা তাদের মুখপত্র সামনা'র সম্পাদকীয়তে জানিয়েছে, রামমন্দির তৈরি একটি জাতীয় কাজ এবং রামমন্দির তৈরির দিনক্ষণ খুব শীঘ্রই ঘোষণা করা হবে৷
২৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস
�