রবিবার, ০৮ মার্চ, ২০২০, ০৫:০৩:৩৩

সাবধান! করোনা ভাইরাসে বেশি আক্রা'ন্ত হচ্ছেন ধূমপায়ীরা: দাবি চিকিৎসকদের

সাবধান! করোনা ভাইরাসে বেশি আক্রা'ন্ত হচ্ছেন ধূমপায়ীরা: দাবি চিকিৎসকদের

আন্তর্জাতিক ডেস্ক: চীনে ম'হামা'রী রূ'প নেওয়ার পর বিশ্বব্যা'পী ছ'ড়িয়ে পড়ছে প্রা'ণঘা'তী করোনা ভা'ইরাস। এরই মধ্যে বিশ্বের ৯৮টি দেশ ও অঞ্চলে ছ'ড়িয়ে পড়েছে এই ভাই'রাস।এরই মধ্যে এক লাখ ৫ হাজারেরও বেশি মানুষ আক্রা'ন্ত হয়েছে এই ভাইরাসে। মৃ'ত্যু হয়েছে ৩ হাজার ৫৯৫ জন। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে এই ভাই'রাস।

প্রা'ণঘা'তী করোনা ভাই'রাসে নারী ও শিশুদের তুলনায় পুরুষের মৃ'ত্যুর হার বেশি। চাইনিজ সে'ন্টার'স অব ডি'জি'জ ক'ন্ট্রো'লের পরিসং'খ্যান বিশ্লে'ষণ করে এ ত'থ্য দিয়েছে বিবিসি। এক্ষেত্রে ৪৪ হাজার রোগীর ত'থ্য বিশ্লে'ষণ করেছে সংবাদমাধ্যমটি। এই রোগীদের যারা মা'রা গেছেন তাদের মধ্যে ২.৮ শতাংশ পুরুষ, নারী ১.৭ শতাংশ। বিপরীতে শিশু ০.২ শতাংশ। সবচেয়ে বেশি মা'রা যাচ্ছে বয়স্ক মানুষ, প্রায় ১৫ শতাংশ।

আরও পড়ুন : বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রা'ন্ত ৩ জন

সাধারণ ফ্লু' যখন ছ'ড়িয়ে পড়েছিল, তখনও একই অবস্থা দেখা গেছে। চিকিৎসকেরা বলছেন, লাই'ফস্টা'ইলের কারণে এই পার্থক্য। পুরুষেরা এমনিতে বাইরে বেশি ঘো'রাফে'রা করেন, তার ওপর অনেকে আবার ধূম'পান করেন। যার কারণে ফু'সফু'সের ক্ষ'তি তাদের বেশি হয়। আর এই ধরনের ভাইরাস ফু'সফু'সকেই আগে আ'ক্র'মণ করে।চীনে বেশি পুরুষ মা'রা যাওয়ার কারণও এই ধূমপান। দেশটির ৫২ শতাংশ পুরুষ ধূ'মপান করেন।

আরও পড়ুন : এবার ইসরায়েলি সেনাদের ওপর করোনার ভ'য়াব'হ থা'বা

সেখানে নারীদের মধ্যে এই অ'ভ্যাস আছে ৩ শতাংশের।এসবের পাশাপাশি নারীদের ই'নফে'কশন প্র'তিরো'ধ-ব্যবস্থাও আলাদা। পূর্ব আঞ্জলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পল হান্টার বলেন, 'ফ্লু' প্র'তিরো'ধে নারীদের শরীর ভ্যা'কসি'নের ক্ষেত্রে ভালো অ্যা'ন্টিব'ডি উৎ'পন্ন করে।' শিশুদের কম আ'ক্রা'ন্ত হওয়ার পেছনে কিং'স কলেজ লন্ডনের ডাক্তার নাথালি ম্যাকডার্মটের যু'ক্তি, ''ম'হামা'রি ছ'ড়িয়ে পড়ার পর মা-বাবা সবার আগে শিশুদের বাড়তি য'ত্ন নেয়। তাদের সু'স্থতার জন্য এটি একটি কারণ।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে