আন্তর্জাতিক ডেস্ক : প্রা'ণঘা'তী করোনাভাইরাস মো'কাবে'লায় সবচেয়ে ক'ড়া পদক্ষেপ নিয়েছে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, করোনাভাইরাসের বিস্তার রো'ধে রোববার মধ্যরাত থেকে তার দেশে যাওয়া প্রত্যেককে অবশ্যই ‘সেলফ-আইসোলেট’ হতে হবে।
শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জেসিন্ডা আরডার্ন। খবর বিবিসির।
নিউজিল্যান্ড সরকারের নেয়া এই পদক্ষেপকে বিশ্বের সবচেয়ে ক'ঠোর পদক্ষেপ বলে উল্লেখ করেছেন জেসিন্ডা আরডার্ন। তার দেশের জনগণকে করমর্দন, কোলাকুলি ও নাকে নাক লাগানোর মতো অভিবাদন পরিহার করারও আহ্বান জানিয়েছেন। জেসিন্ডা আরডার্ন সংবাদ সম্মেলনে বলেন, করোনাভাইরাস প্র'তিরো'ধে তার সরকারের নেয়া এই নতুন পদক্ষেপ নিউজিল্যান্ডের নাগরিকদের জন্যও প্রযোজ্য হবে। তবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের অধিবাসীদের সেলফ আইসোলেটেড হতে হবে না। কারণ সেখানে এখন পর্যন্ত এই ভাইরাস হা'না দেয়নি।
জেসিন্ডা আরডার্ন জানান, সরকারের নেয়া এই পদক্ষেপ ১৬ দিনের মধ্যে পর্যালোচনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রা'ণঘা'তী করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছেন ছয় ব্যক্তি। করোনার বিস্তার ঠেকাতে এই পদক্ষেপ নিল নিউজিল্যান্ড সরকার।