রবিবার, ১৫ মার্চ, ২০২০, ০৯:৪৬:৩৬

হাজারো বিতর্কের মধ্যে অনবদ্য রেকর্ড গড়লেন যোগী আদিত্যনাথ

হাজারো বিতর্কের মধ্যে অনবদ্য রেকর্ড গড়লেন যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক ডেস্ক : বিজেপির বর্ষীয়ান নেতারা পারেননি। কল্যাণ সিং, রাজনাথ সিংরাও ব্যর্থ হয়েছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে সেই বিরল সাফল্যের পথে যোগী আদিত্যনাথ। বিজেপির মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড ইতিমধ্যেই করে ফেলেছেন তিনি। 

আর দু'দিন পেরলেই প্রথম বিজেপি নেতা হিসাবে ৩ বছর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীপদে থাকার রেকর্ডটি দখলে চলে আসবে তার। মুখ্যমন্ত্রীর এই সাফল্যে উচ্ছ্বসিত উত্তরপ্রদেশ বিজেপি। রীতিমতো উত্‍সবের প্রস্তুতি শুরু করেছেন নেতাকর্মীরা। এর আগে উত্তরপ্রদেশে বিজেপি থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন তিন জন। 

এদের মধ্যে সবচেয়ে বিত'র্কিত চরিত্র কল্যাণ সিং। তিনি দু'বার লখনউয়ের মসনদে বসেছেন। কিন্তু, কোনওবারই নিজের মেয়াদ শেষ করতে পারেননি। কল্যাণ সিং প্রথমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন ১৯৯১ সালের ২৪ জুন। মুখ্যমন্ত্রী পদে ছিলেন ১৯৯২ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত। অযোধ্যায় বিত'র্কিত স্থাপত্য ভা'ঙার দিনই তাকে বরখা'স্ত করে রাষ্ট্রপতি শা'সন জারি করে ভারত সরকার। 

যদিও কল্যাণ সিংয়ের দাবি, বরখা'স্ত করার আগেই তিনি পদত্যা'গ করেন। কল্যাণ সিং দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হন ২১ সেপ্টেম্বর ১৯৯৭ সালে। সেবারে বছর দুয়েক মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। কল্যাণ সিংয়ের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন বিজেপির রাম প্রকাশ গুপ্ত। প্রায় বছরখানেক মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

আরও পড়ুন : সৌদি আরবে সিনেমা হলগুলো বন্ধ ঘোষণা

রামপ্রকাশ গুপ্তর পরেই লখনউয়ের মুখ্যমন্ত্রী হন রাজনাথ সিং। তিনি দু'বছরের কিছু কম সময় মুখ্যমন্ত্রী ছিলেন। যোগী আদিত্যনাথই প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে ৩ বছর সম্পন্ন করতে চলেছেন। আগামী ১৭ মার্চ তার সরকারের মেয়াদ ৩ বছর হতে চলেছে। যোগী আদিত্যনাথের এই তিন বছরের কার্যকালে অবশ্য বিত'র্ক কম হয়নি।

গোরক্ষপুর বিআরডি হাসপাতাল থেকে শুরু করে সম্প্রতি সংশো'ধিত নাগরিকত্ব আইন বিরো'ধী বিক্ষো'ভ দ'মন। সবক্ষেত্রেই যোগীর নীতি-সিদ্ধান্তের প্র'বল বিরো'ধিতা হয়েছে। তবে, এসব সত্ত্বেও সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে সাফল্য পেয়েছে বিজেপি। আর বি'তর্কের মধ্যে সাফল্য পাওয়াটাই হয়তো যোগীর সফলতা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে