আন্তর্জাতিক ডেস্ক : করোনা মো'কাবিলায় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে রবিবার বিকালে ভিডিও কনফারেন্সে বসেছিল সার্কগো'ষ্ঠীভুক্ত দেশগুলি। সেখানেই করোনা সং'ক্রা'ন্ত আলোচনার সময় অহে'তুক কাশ্মীর প্রসঙ্গ টেনে এনে ভারতের ওপর চা’প সৃষ্টি করতে চাইল পাকিস্তান।
পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা করোনা নিয়ে বার্তা দেওয়ার সময় বলেন, 'জম্মু-কাশ্মীর থেকে করোনা সং'ক্র'মণের খবর মিলেছে, তাই এই হেলথ এমার্জে'ন্সির সময় কাশ্মীর থেকে এখনই যাবতীয় নিষে'ধা'জ্ঞা তুলে নেওয়া উচিত।' পাক মন্ত্রীর এহেন মন্তব্যের তী'ব্র প্র'তি'ক্রিয়া দিচ্ছেন ভারতের সাধারণ মানুষ।
অনেকেই বলছেন, করোনার মতো রোগ প্রতিরো'ধের মঞ্চে যেখানে হাতে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দেওয়া উচিত্, সেখানে জাফর মির্জা কাশ্মীরের কথা বলে যেন পুরো বৈঠককেই অন্যদিকে ঘো'রাতে চাইলেন। সাবেক ক্রিকেটার ও দিল্লীর সাংসদ গৌতম গাম্ভীরও পাক মন্ত্রীর এই মন্তব্যের সমালো'চনা করেন।
ভারত অবশ্য পাক মন্ত্রীর মন্তব্যের সরাসরি উত্তর দেয়নি। কিন্তু সরকারি সূত্রে দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান তাদের স্বাস্থ্যমন্ত্রীকে সার্ক বৈঠকে অংশগ্রহণ করতে পাঠায়। কিন্তু প্রথম থেকেই তিনি অ'স্ব'স্তিতে ছিলেন। ভারতের অ'ভিযো'গ, পাকিস্তান মানবিকতার প্রেক্ষিতে আয়োজিত এই বৈঠক নিয়েও রাজনীতি করার চেষ্টা করেছে। পাশাপাশি, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির প্রসঙ্গ তুলে জানানো হয়, অ'স্ত্রোপ'চারের পরেই গুরুত্বপূর্ণ এই সার্কের বৈঠকে যোগ দিয়েছেন ওলি।
আরও পড়ুন : করোনা মোকাবিলায় সার্কভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের জরুরি বৈঠকে যেসব প্রস্তাব গৃহিত
কিন্তু, উপস্থিত ছিলেন না পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ছাড়া সার্কের অন্য সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। পাক মন্ত্রী কাশ্মীর ইস্যু তোলায় অবশ্য বৈঠকের তাল কাটেনি। মোদি ভিডিও কনফারেন্সে বলেন, করোনা সং'ক্র'মণ রু'খতে একযোগে কাজ করতে হবে দেশগুলিকে। তিনি বলেন, এই ভাই'রাস রু'খতে আমাদের একযোগে কাজ করতে হবে ও সফল হতে হবে।
মোদির একযোগে লড়া'ইয়ের বার্তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, মলদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ও আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনি।