আন্তর্জাতিক ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমা'ন্তের বিএসএফ আউ'টপো'স্টে এক যুবকের অস্বা'ভাবিক মৃ'ত্যুর ঘ'ট'নায় তী'ব্র উত্তে'জনার সৃ'ষ্টি হল পশ্চিমবঙ্গের কুমারগ্রামে। মৃ'ত যুবকের নাম অলক বর্মন (১৯)। গ্রামবাসীদের অ'ভি'যো'গ বিএসএফ পি'টিয়ে মে'রে'ছে ওই যুবককে। যদিও বিএসএফের দা'বি, ওই যুবক আ'ত্মহ'ত্যা করেছে।
ভারতের সী'মা'ন্ত র'ক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ঘ'ট'নাস্থ'লে পৌঁ'ছেছেন। গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের তাহেরচক এলাকার বাসিন্দা ছিলেন অলক। তার পরিবার সূ'ত্রে জানা গেছে, ভিন রাজ্যে কাজ করতেন তিনি। অল্প কিছুদিন আগে গ্রামে ফি'রে আসেন। তাদের অভি'যোগ, রবিবার বিকালে মাঠে চাষের কাজ করছিলেন তিনি। এই সময় তাকে নিয়ে যায় বিএসএফের ১৯৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।
ক্যাম্পে নিয়ে বে'ধড়ক মা'রধ'র করে তাকে। মা'রধ'রে মৃ'ত্যু হওয়ার পর এখন আ'ত্মহ'ত্যার গ'ল্প সা'জি'য়েছে বিএসএফ। যদিও বিএসএফের প'ক্ষ থেকে দা'বি করা হয়েছে ওই যুবক পা'চা'রকা'রী। পা'চারের সময় তার কাছ থেকে এক হাজার বো'তল নি'ষি'দ্ধ কা'ফসি'রা'প ফে'ন্সি'ডি'ল উ'দ্ধা'র করা হয়। এরপরেই আ'ট'ক করা হয় তাকে।
রাতে আউ'টপো'স্টের যে ঘরে তাকে আ'ট'ক করে রা'খা হয়, সেই ঘরেই গ'লায় ফাঁ'স লা'গিয়ে আ'ত্মঘা'তী হয়েছে সে। গো'টা ঘ'ট'নার তদ'ন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। বিএসএফের উচ্চ পদ'স্থ কর্মকর্তারাও বিষয়টি খ'তি'য়ে দেখছেন। ময়'নাতদ'ন্তের জন্য দে'হ পা'ঠানো হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে। এই ঘ'ট'না প্র'কা'শ্যে আসতেই তী'ব্র উত্তে'জনা সৃ'ষ্টি হয় তাহেরচকে। বিএসএফের আউটপো'স্টের সামনে এসে বি'ক্ষো'ভ শুরু করেন তারা। পরে পুলিশ গিয়ে অব'স্থা সা'মা'ল দেয়।