সোমবার, ১৬ মার্চ, ২০২০, ০৬:০৮:৪৩

১১ টাকার তাবিজ নিলেই করোনা থেকে মুক্তি! বেঁচতে গিয়ে গ্রেফতার 'সিদ্দিকি বাবা'

১১ টাকার তাবিজ নিলেই করোনা থেকে মুক্তি! বেঁচতে গিয়ে গ্রেফতার 'সিদ্দিকি বাবা'

আন্তর্জাতিক ডেস্ক : একটা তাবিজ ধা'রণ করলেই আর করোনা ভাইরাস থেকে ভয় নেই। দামও মাত্র ১১ টাকা। ভাবা যায়! গোটা দুনিয়ে যখন এই ভ'য়া'ল ভাইরাস থেকে মুক্তির উপায় খুঁ'জছে তখন এমনই দাবি করে তাবিজ বেঁচতে বসেছিলেন ভারতের উত্তরপ্রদেশের এক ভন্ড পিরবাবা। 

নিজের দোকানের বাইরে এমন বোর্ড ঝুলিয়ে তাবিজ বিক্রি করছিলেন। অবেশেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ। দোকানে ভিড় বাড়ছে খবর পেয়েই পুলিশ গ্রেফতার করেছে আহমেদ সিদ্দিকি নামের ওই ব্যক্তিকে। উত্তরপ্রদেশের ডালিগঞ্জ এলাকায় ওই ব্যক্তি দোকানের বাইরে বোর্ড ঝুলিয়ে তাবিজ বিক্রি করছিলেন বলে জানা গিয়েছে। 

তার দাবি ছিল, মা'রণ করোনা ভাইরাসের প্রতি'কার তার কাছে আছে। দোকানে ঝোলানো বোর্ডে লেখা ছিল, যারা মাস্ক পরতে পারেনি তারা করোনা ভাইরাসকে দূরে রাখতে তাবিজ ব্যবহার করতে পারে। স্থানীয় স্বাস্থ্য বিভাগের কাছে প্রথমে এই খবর আসে। এর পরে মেডিক্যাল অফিসাররা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। 

আরও পড়ুন : করোনা ভাইরাস নিয়ে সবচেয়ে বড় সুসংবাদ দিল চীন

গ্রেফতারের পরে তাকে স'ত'র্ক করে ছেড়ে দেওয়া হয়। উত্তরপ্রদেশের অতিরিক্ত পুলিশ কমিশনার (পশ্চিম) বিকাশ চন্দ্র ত্রিপাঠী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে অভি'যুক্ত নিজেকে 'করোনাওয়ালা বাবা' বলে ডাকে এবং নি'রীহ লোকদের ঠ'কায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে