সোমবার, ১৬ মার্চ, ২০২০, ০৬:৫২:৩৯

'ঘরের দরজা-জানালাগুলো খোলা রাখুন' অভিনব দাওয়াই দিলেন মমতা ব্যানার্জী

'ঘরের দরজা-জানালাগুলো খোলা রাখুন' অভিনব দাওয়াই দিলেন মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস রু'খতে এবার অভিনব দাওয়াই দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পরামর্শ, ''আপনারা ঘরের জানালাগুলো খোলা রাখুন। যেখানে এসি আছে সেখানেও জানালা খোলা থাক। আমি শুনেছি জানালা খোলা থাকলে অনেক ভাইরাস বেরিয়ে যায়।''

করোনা মো'কা'বিলায় শুরু থেকেই তৎপর রাজ্য সরকার। দিন তিনেক আগেও করোনা নিয়ে মুখ্যমন্ত্রী দপ্তর নবান্নে জ'রুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেদিন মুখ্যমন্ত্রী কনুই দিয়ে মুখ ঢেকে হাঁচার পরামর্শ দেন। যা নিয়ে নেটদুনিয়ায় রীতিমতো তোল'পাড় পড়ে যায়। এদিন আরও একটি অদ্ভুদ পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে মমতাকে প্রশ্ন করা হয় সরকারি কর্মীদের সুর'ক্ষার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? 

সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ''প্রত্যেকটা বিভাগকে নির্দে'শিকা দেওয়া হয়েছে, তারা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ঢুকবে, এবং বেরিয়েও হাত ধোবে। সেই সঙ্গে ঘরের জানালা-দরজা খোলা রাখতে হবে। দরজা-জানালা খোলা থাকলে অনেক সময় ভাইরাস বেরিয়ে যায়। আমি জানিনা। এটা আগেকার দিনের লোকেরা বলে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে