আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস আত'ঙ্কে ভু'গছে গোটা বিশ্ব। এরই মধ্যে ভাইরাসটি ছ'ড়িয়েছে ১৩০টি দেশে। প্রতিরো'ধ স'রঞ্জা'ম মাস্ক ও স্যা'নিটাই'জারের হা'হাকার চ'লছে বিশ্বজু'ড়ে। বিজ্ঞানীরা প্রতিষে'ধক আবি'ষ্কারের কথা বললেও তা এখনও বাজারে আসেনি। আগামী কয়েক মাসে আসবে তেমন কোন স'ম্ভাব'নাও নেই। প্রতিরো'ধই তাই একমাত্র উপায়।
তবে এমন পরি'স্থি'তিতে করোনা প্রতিরো'ধে গোমূ'ত্র ও গোবরের দাওয়াই চ'লছে ভারতে। গোমূ'ত্র ও গোবর খেয়েই করোনা প্রতি'রো'ধের চে'ষ্টা চা'লা'চ্ছেন তারা! করোনা থেকে মু'ক্তি মিলতে পারে গোমূ'ত্রপানে! আর এই বিশ্বাসের উপর ভ'র করে দোকানের সামনে টেবিল পেতে বসে পড়েছেন শেখ মাবুদ আলী নামের এক ব্যক্তি। আর এই ঘ'ট'নাটি ঘ'টে'ছে ভারতের কলকাতার শিল্প শহর ডানকুনিতে।
ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ এ খবর দিয়েছে। টেবিলের উপর বোতল ভোরে রাখা রয়েছে গাই গরুর মূ'ত্র, বকনার মূ'ত্র-সহ গোবরও। বোতল ভর্তি গোমূ'ত্র ও গোবরের সামনে রাখা রয়েছে একটি কাগজ। এতে বাংলা ও ইংরেজি ভাষায় লেখা রয়েছে-গোমূ'ত্র পান করুন এবং করোনা থেকে দু'রে থাকুন। প্রতি লিটার গোমূত্রের দাম ৫০০ রুপি এর পাশাপাশি গোবরও কেজিতে ৫০০ রুপিতে বিক্রি হচ্ছে।
এ প্রসঙ্গে শেখ মাবুদ বলেছেন, এরই মধ্যে দুই জন কিনে ফে'লে'ছেন তার এই দাওয়াই। কেউ কেউ আবার চেখে নিচ্ছেন। পছন্দ হলে পরে এসে নিয়ে যাবেন। শেখ মাবুদের বাড়িতে দুটো গরু আছে। তিনি দুধের ব্যবসাই করে থাকেন। তবে এবার গোমূ'ত্র ও গোবর বিক্রির এই মওকা ছা'ড়তে রাজি নন তিনি। তিনি আরও জানান, হিন্দু মহাসভার গোমূ'ত্র পার্টি থেকেই তিনি এই ব্যবসায় অ'নুপ্রা'ণিত হয়েছেন।
উল্লে'খ্য, গত শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে এই পার্টির আয়োজন করে অখিল ভারত হিন্দু মহাসভা নামের একটি সংগঠন। সেখানে গোমূ'ত্র ও গোবর খাওয়া পার্টিতে ২০০ মানুষ অংশ নেয়। আয়োজকদের বিশ্বাস, গোমূ'ত্রে কিছু ঔষধি গুণ আছে। তবে বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই বলে আসছেন, ক্যা'ন'সার বা এজাতীয় রো'গ নি'রাম'য়ে গোমূ'ত্র কোনো কাজে আসে না। আর করোনা ভাইরাসের সং'ক্র'মণ ঠে'কাতে এটি কাজ করবে এটা তো অ'বা'ন্তর ভা'বনা।