আন্তর্জাতিক ডেস্ক: করোনা আ'ত'ঙ্কে জে'রবার বিশ্ব। এই আ'ত'ঙ্কে ছে'দ পড়ল আমস্টারডামের রাতের রঙিন জীবনেও। ব'ন্ধ হয়ে গেল বিশ্বের সবচেয়ে বিখ্যাত আমস্টারডামের যৌ'নপ'ল্লির ক্লা'বগু'লি। ফলে বিক'ল্প খুঁ'জে পেতে লম্বা লাইন মা'দকের দোকান, ও কফিশপগুলিতে।
নেদারল্যান্ডে ইতিমধ্যেই নোভেল করোনা ভাই'রাস রু'খতে ক'ড়া সত'র্কতা জা'রি করা হয়েছে। চীনের ইউহান প্রদেশের পর এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বে করোনার উপকে'ন্দ্র হিসেবে ইউরোপকে ঘো'ষণা করেছে। ইতিমধ্যেই ইতালিতে লা'ফিয়ে বা'ড়ছে মৃ'তের সংখ্যা। 'ল'ক ডা'উন' করে দেওয়া হয়েছে ফ্রান্স, স্পেন। এক সপ্তাহের মধ্যে মা'রা গেছেন প্রায় পাঁচ হাজার মানুষ। আ'ক্রা'ন্ত প্রায় দেড় লক্ষের বেশি মানুষ।
ইতিমধ্যেই সরকারের তর'ফ থেকে রেস্তরাঁ, কফিশপ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে ৬ এপ্রিল পর্যন্ত ব'ন্ধ রাখার কথা ঘো'ষণা করা হয়েছে। ডাচ বারগুলিতেও আলা'দা করে মা'দক বিক্রিতে নিষে'ধা'জ্ঞা জা'রি করা হয়েছে। বা'তিল করা হয়েছে দেশের অভ্য'ন্তরীন সমস্ত রকমের ভ্রমণ পরিক'ল্পনা। দুই সপ্তাহের জন্য জ'রুরি পরি'স্থিতি জা'রি হয়েছে স্পেনে। ব্রিটেন ও আয়ারল্যান্ডের পর্যটকদের ভ্রমণেও নিষে'ধা'জ্ঞা জা'রি করা হয়েছে।
আরও পড়ুন : যে দুই রোগ থাকলে করোনায় মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি
অন্যদিকে আমস্টারডামের বিভিন্ন নাইট ক্লাব, পতি'তা'লয়, কাসা রোসো, পিপশো, এমনকি মিউজিয়ামগুলিকে ব'ন্ধ করে রেখে দেওয়ার নির্দে'শ দেওয়া হয়। ওটেন গ্রুপের মালিক জানান, ''মানুষের স্বাস্থ্যের কারণে ব'ন্ধ রাখা হবে ক্লা'ব। ফলে সু'স্থ থাকবেন ক্লাবের কর্মী ও অতিথিরাও।''
নেদারল্যান্ডে ইতিমধ্যেই ১৭৬ জন করোনায় আ'ক্রা'ন্ত, প্রা'ণ হা'রিয়েছেন ২০ জন। আর করোনা আ'ক্রা'ন্ত সন্দে'হে কো'য়ারে'ন্টা'ইনে রয়েছেন এক হাজার একশো পঁয়ত্রিশ জন। এই মা'রণ রো'গের জে'রে ক্ষ'তির মুখ বহু ব্যবসা। বছরের যেই সময় আমস্টারডামের রাস্তা জনবহুল থাকে এখন সেই রাস্তায় ব'ন্ধ দোকান-পাট।