আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের চিন রাজ্যের পালেতওয়া জেলার চারটি গ্রামে হেলিকপ্টার থেকে গু'লি চালিয়েছে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা। এই ঘটনায় ওই গ্রামগুলোর ২১ জন প্রাণ হা'রিয়েছেন। এছাড়াও আহ'ত হয়েছেন ২৪ জন। রবিবার তারা এই হা'মলা চালায়।
ফেব্রুয়ারি মাসে আরকান আর্মি মিয়াও গ্রামের একটি পাহাড়ে মিয়ানমারের সামরিক বাহিনী ফাঁড়িতে আ'ক্র'মণ করে। এরপর থেকে চিন রাজ্যটি যু'দ্ধের ময়দানে পরিণত হয়েছে। কয়েক দিন পর পরই এই রাজ্যের বিভিন্ন গ্রামে হা'মলা চা'লিয়ে যাচ্ছে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা। আর রবিবার হা'মলা চালানো হয়, মিক্সা ওয়া-টু, মিক্সা ওয়া-থ্রি, ওয়েটমা ও পাইং টাইন নামক গ্রামে।
চিন রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ ও শিল্পবিষয়ক প্রতিমন্ত্রী সালাই ইসাক খেন বলেন, আজ সোমবার ১০ গ্রামের দু’হাজার মানুষ পা'লিয়েছেন। পালেতওয়া জেলার পাশের শহর সামিতে তারা চলে যান। তিনি ফেসবুকের এক পোস্টে লেখেন, আমরা শুনেছি সামি শহরে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার সরঞ্জাম বা ডাক্তার নেই। তাদের সহায়তার প্রয়োজন।
মিক্সা ওয়া গ্রামের প্রশাসক উ মাওন সান থার জানান, সোমবার চারটি গ্রাম থেকে অনেকেই পা'লিয়ে যান। অনেকেই আবার পালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, হেলিকপ্টার থেকে হা'মলা চালানোর পর থেকেই ওই গ্রামগুলো থেকে অনেকে পালিয়ে যাচ্ছেন।