আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রা'ন্ত হওয়ার পরও পা'লাতে গিয়ে বিপা'কে পড়েছে একদল ব্রিটিশ পর্যটক। ১৯ জনের ওই দলটিতে একজন ছিলেন করোনাভাইরাসে আক্রা'ন্ত।
জানা গেছে, তখন রবিবার সকাল, ভারতের কোচি থেকে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়নের জন্য প্রস্তুত এমিরেটসের ফ্লাইট নাম্বার ইকে-৫৩১। প্রায় তিন শতাধিক যাত্রীর সবাই বিমানে উঠে বসেছেন, এয়ারক্র্যাফটের দরজা ব'ন্ধ করা হবে যেকোনও মুহূ'র্তে। হঠাৎই ছু'টতে ছুট'তে বিমানের দরজায় এসে হাজির হলেন কেরালার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনপ্রশাসনের একদল কর্মকর্তা, সঙ্গে বিমানবন্দর পুলিশের লোকজন। তাদের কাছে খব'র আছে, বিমানের যাত্রীদের মধ্যে একদল ব্রিটিশ পর্যটক আছেন- যার মধ্যে অন্তত একজন নিশ্চিতভাবেই করোনাভাইরাসে আক্রা'ন্ত বলে প্রমাণ মিলেছে।
এয়ারক্র্যাফটের ভেতর খুব সহজেই চি'হ্নি'ত করা গেল ব্রিটিশ পর্যটকদের ১৯জনের ওই দলটিকে- আর পুলিশি পা'হা'রায় তাদের ‘অ'ফলো'ড’ করাও হল প্রায় সঙ্গে সঙ্গেই। যেহেতু বিমানের বাকিরাও তাদের সং'স্প'র্শে এসেছেন বেশ খানিকটা সময়, বিমানের ক্রু এবং বাকি ২৭০জন যাত্রীকেও না'মিয়ে এনে পরী'ক্ষা-নিরী'ক্ষার ব্যবস্থা করা হল এয়ারপোর্টেই।
তবে অন্য যাত্রীদের আর আ'টকে রা'খা হয়নি, ব্রিটিশ ওই পর্যটক দলটিকে ভারতে রে'খেই এমিরেটসের বিমানটি শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের সোয়া তিন ঘণ্টা পর দুবাইয়ের উদ্দেশে রওনা হয়ে গেছে। কিন্তু কর্তৃপক্ষের ন'জর এ'ড়িয়ে করোনা ভাইরাস-আক্রা'ন্ত একজন বিদেশি নাগরিক কীভাবে এমিরেটসের বিমানে উঠে বসতে পারলেন?
এই ব্রিটিশ পর্যটকদের দলটি ভারতে এসেছিলেন কয়েকদিন আগেই। কেরালার শৈলশহর মুন্নারের কাছে একটি হিল রিসোর্টে ছুটি কা'টা'চ্ছিল গো'টা দলটি। ওই বিদেশি পর্যটকদের মধ্যে একজনের মধ্যে হঠাৎ ভাই'রাল ও ফ্লু'-সদৃ'শ উ'পস'র্গে আক্রা'ন্ত হওয়ায় তার নমু'না করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয়। বিধিমাফিক তাকে রাখা হয় কো'য়ারে'ন্টি'নেও।
নিকটবর্তী দেবীকুলামের সাব-কালেক্টর প্রেম কৃষ্ণান সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে জানান, ‘স্বাস্থ্য বিভাগের কর্মীরা শনিবার রাত সাড়ে দশটা পর্যন্তও ওই রিসোর্টেই অবস্থান করছিলেন। কিন্তু তখনও ওই ব্যক্তির করোনাভাইরাস টে'স্টের রেজা'ল্ট আসেনি।’
এদিন সকালে পরীক্ষার রেজা'ল্ট আসতেই দেখা যায় ওই ব্যক্তি করোনাভাইরাস প'জি'টি'ভ। সঙ্গে সঙ্গে সরকারি কর্মীরা সাতসকালেই ওই রিসোর্টে ছু'টে যান-কিন্তু গিয়ে দেখেন ওই ব্যক্তি সেখানে নেই! আসলে তার দলের বাকি সদস্যদের ব্রিটেনে ফি'রে যাওয়ার টিকিট ছিল এদিন সকালেই।
করোনাভাইরাসে আক্রা'ন্ত হওয়ায় মাত্র একজন ব্রিটিশ নাগরিকের ভারতে থেকে যেতে হত- কিন্তু এখন তিনি প্রশাসনের চোখে ধু'লো দিয়ে পা'লাতে গিয়ে ধ'রা পড়ায় ১৯ জনের পুরো দলটিকেই ভারতে আ'ট'কা পড়তে হল! সূত্র: বিবিসি বাংলা