মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ১২:২৩:৩২

আরব আমিরাতে ২৮ দিনের জন্য মসজিদে নামাজ বন্ধ

আরব আমিরাতে ২৮ দিনের জন্য মসজিদে নামাজ বন্ধ

নতুন সংক্রামক ব্যাধি করোনাভাইরাস এখন বিশ্বের ১৬০ টিরও বেশি দেশে ছ'ড়িয়ে গেছে। এই ভাইরাসে ১ লাখ ৮২ হাজার ৬০৩ জন আ'ক্রা'ন্ত হয়েছেন । মৃ’ত্যু হয়েছে ৭ হাজার ১৭১ জনের।

শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাতেও ম'হামা'রী আকার ধারন করেছে । আমিরাতে এখন পর্যন্ত এ ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছে ৯৮ জন। তবে কেউ মা’রা যায়নি, বরং সুস্থ হয়েছেন ২৩ জন।

এদিকে গত সোমবার (১৬ মার্চ) করোনা ভাইরাসে বৈশ্বিক প্রভাব বিবেচনায় নিয়ে সংযুক্ত আরব আমিরাতে চার সপ্তাহের জন্য মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। শুধু মসজিদ নয় দেশটিতে সকল ধর্মীয় প্রতিষ্ঠানেই প্রার্থনা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

তবে এর আগে আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, আমিরাতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ রয়েছে, আল্লাহর নিয়ামত জ্বালানি রয়েছে এবং করোনা ভাইরাসে আ'ক্রা'ন্তদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। আমিরাত সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সব সিদ্ধান্ত নিচ্ছে। আপনারা সবাই মনোবল শক্ত রাখুন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে