আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একজন নির'স্ত্র ব্যক্তিকে হ'ত্যা করেছেন অস্ট্রেলিয়ান স্পেশাল ফোর্সের এক সৈনিক। ২০১২ সালে এ ঘটনা ঘটেছে। তবে ওই ঘটনার ভি'ডিওটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে তদন্তের কথা বলা হয়েছে।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) সোমবার তাদের একটি প্রোগ্রামে ওই ভি'ডিও ফু'টেজটি প্রচার করেছে। এই ভি'ডিওতে ২০১২ সালের মে মাসে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের উরুগান প্রদেশে অস্ট্রেলিয়ান স্পেশাল ফোর্সের একটি অভিযানের অংশ দেখানো হয়েছে।
ফুটেজটিতে দেখা যাচ্ছে, একজন অস্ট্রেলিয়ান সৈন্য মাটিতে পড়ে থাকা এক লোকের দিকে নিজের রাইফেল তাক করে রয়েছেন। লোকটি এসএএস স্কোয়াডের কুকুর দ্বারা আ'ক্রা'ন্ত হয়ে মাটিতে পড়ে ছিলেন।
ওই সৈনিক দুই মিটার দূরে থেকে লোকটিকে তিনবার মাথা এবং বুকের ওপরে গু'লি করেন। এর আগে সৈনিকটিকে তার উর্ধ্বতন কর্মকর্তার উদ্দেশে বলতে শোনা যায়, আপনি কি চান যে আমি তাকে ফেলে দিই...
এদিকে ভি'ডিওটি সম্প্রচারের পর তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস একটি বিবৃতি দিয়েছেন।
তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর সৈন্যরা নির'স্ত্র আফগানকে হ'ত্যা করেছে-এমন নতুন অ'ভিযোগ প্রকাশের পরে তিনি 'গভীরভাবে বিচলিত' হয়েছেন। রেনল্ডস সোমবার রাতে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেছেন, আজ রাতের প্রোগ্রামে (এবিসি চ্যানেলে) যা প্রচারিত হয়েছে তাতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি। রেইনল্ডস জানান, যেহেতু গুরুতর অ'ভিযোগ উঠেছে। তাই এই অ'ভিযোগ তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেবে অস্ট্রেলিয়ার সরকার। সূত্র : এবিসি নিউজ