মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ০৩:৫৬:৩৪

করোনার সমাধান দিলেই লাখ টাকা পুরস্কার দিবেন মোদি

করোনার সমাধান দিলেই লাখ টাকা পুরস্কার দিবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : সারাবিশ্বে প্রতিদিনই বাড়ছে করোনা আ'ক্রা'ন্তের সংখ্যা। আ'ক্রা'ন্ত হয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত সাত হাজার ১৬৫ জনের মৃ'ত্যু হয়েছে। বিভিন্ন দেশে আ'ক্রা'ন্তের সংখ্যা এক লাখ ৮২ হাজার ৫৫০। ভাইরাসের কেন্দ্রস্থল চীনের উহানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, এখন মাথাব্যথা ইতালিসহ গোটা ইউরোপ নিয়ে। 

এদিকে ভারতেও আ'ক্রা'ন্তের সংখ্যা লা'ফিয়ে লা'ফিয়ে বাড়ছে। দেশটিতে এখনও পর্যন্ত ১১৯ জনের শরীরে মিলেছে এই মারণ ভাইরাসের জীবাণু। দুইজনের মৃ'ত্যু হয়েছে এরইমধ্যে।

এরই মধ্যে করোনা রুখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন চ্যালেঞ্জ আনলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যিনি বা যারা এই সমস্যা সমাধানের রাস্তা বলতে পারবেন, তাদের জন্য লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি।

করোনা পরিস্থিতি নিয়ে ভারতবাসীকে আশ্বস্ত করেছেন মোদি। তার কথায়, চিন্তার কোনো কারণ নেই। এই ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে সরকার যথাসাধ্য বন্দোবস্ত করেছে। সমস্ত স্তরে বিভিন্ন পর্যায়ের এজেন্সি এবং কর্মীরা কাজ করছেন। সবাই চেষ্টা করছেন যাতে করোনা ছড়িয়ে না পড়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে