আন্তর্জাতিক ডেস্ক : গোমূ'ত্র প্রস'ঙ্গে এবার মুখ খু'ললেন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সাফ জানালেন, 'গোমূ'ত্র খে'য়েছি, প্রয়োজনে আরও খা'বো। এতে সম'স্যার কিছু নেই।' এই ম'ন্তব্যের পরই দিলীপ ঘোষকে উ'ন্মা'দ বলে ক'টা'ক্ষ করলেন রাজ্যসভার সাংসদ মানস ভুইঞা।
হিন্দু মহাসভার পার্টি থেকে অ'নুপ্রা'ণিত হয়ে করোনার দাও'য়াই হিসাবে গোমূ'ত্রের ব্যবসা শুরু হয়েছে এরাজ্যে। সোমবার ডানকুনিতে গোবর ও গোমূ'ত্র নিয়ে পসরা সা'জিয়ে বসেছিলেন এক ব্যবসায়ী। বিকালে শহর কলকাতাতেও করোনা মো'কাবিলায় গোমূ'ত্র বি'লি করতে দেখা যায় বিজেপি নেতাদের। মঙ্গলবার একই ঘ'ট'না ঘ'টে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।
বিষয়টি প্র'কা'শ্যে আসতেই বিভিন্নভাবে বিজেপিকে বিঁ'ধ'তে শুরু করে সবমহল। এরপর মঙ্গলবার গোমূ'ত্র প্রস'ঙ্গে সু'র চ'ড়ালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, 'গোমূ'ত্র-গোবরের উপ'কারিতা কারও অজা'না নয়। বিজেপি বিষয়টি নিয়ে প্রচার করছে বলেই তা নিয়ে এত কা'নাঘু'ষো হচ্ছে। এর আগে একাধি'কবার গোমূ'ত্র তিনি খেয়েছেন, পরবর্তীতে প্রয়োজনে আবারও খাবেন।