মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ০৭:৪২:৪৬

দিল্লি হিং'সায় গ'ণধ'র্ষণের শি'কার মুসলিম কন্যা! ঘ'টনা কি সত্যি?

দিল্লি হিং'সায় গ'ণধ'র্ষণের শি'কার মুসলিম কন্যা! ঘ'টনা কি সত্যি?

আন্তর্জাতিক ডেস্ক : আসাদুদ্দিন ওয়াইসির দলের নেতা জুবের মেমন খবরটি শেয়ারও করেন ট্যুইটারে। সেখানে যে মেয়েটির ছবি শেয়ার করা হয়, সে আবায়া ও হিজাব পরিহিতা। খবরটি সম্পূর্ণ মি'থ্যা। কোনও মুসলিম নাবালিকাকে দিল্লির জাফরাবাদে হিন্দুরা গ'ণধ'র্ষ'ণ করেনি। ওয়েবসাইটটি সম্পূর্ণভাবেই ভারতবিরো'ধী প্র'চারের জন্য ব্যবহার করা হয়। 

সেখানকার বেশিরভাগ খবরই থাকে পাকিস্তানের। তাতে বোঝা যায় পাকিস্তান আর্মিও ওয়েবসাইটটির সঙ্গে যু'ক্ত। মূলত ৬ জন পেজটি চা'লায়। তারা সকলেই পাকিস্তানের বাসিন্দা। রিপাবলিক অফ বাজ নামে একটি খবরের ওয়েবসাইট মার্চের ১ তারিখ একটি প্রতিবে'দন প্রকাশ করে দা'বি করে, জাফরাবাদের ১৩ বছর বয়সী নাবালিকা ডিবাকে দিল্লি হিং'সার সময় গ'ণধ'র্ষ'ণ করেছে হিন্দুরা।

'দিল্লির জাফরাবাদে ১৩ বছরের মুসলিম নাবালিকাকে গ'ণধ'র্ষ'ণ হিন্দুদের'- এই শিরোনামে প্রকাশিত খবরটিতে দা'বি করা হয়, হিন্দুরা ওই হিং'সার সময় ডিবাদের কলোনিতে ঢু'কে পড়ে। ভা'ঙচু'র চা'লাতে থাকে বাড়িঘরে। মা'রধ'র করতে থাকে মুসলিমদেরও। সেখানেই ডিবাকে পেয়ে অন্তত ৭ জন হিন্দু তাকে গ'ণধ'র্ষ'ণ করে। হিন্দুরা তাকে ও'রা'ল সে'ক্স ও অপ্রা'কৃ'তিক যৌ'নতাতেও বা'ধ্য করে বলে অভি'যোগ করা হয় ওই প্রতিবেদনে।

এই খবরটি ওয়াইসির দলের নেতা জুবের মেমন খবরটি শেয়ারও করেন ট্যুইটারে। সেখানে যে মেয়েটির ছবি শেয়ার করা হয়, সে আবায়া ও হিজাব পরিহিতা। কিন্তু পরে গিয়ে দেখা যায় খবরটি সম্পূর্ণ মি'থ্যা। কোনও মুসলিম নাবালিকাকে দিল্লির জাফরাবাদে হিন্দুরা গ'ণধ'র্ষ'ণ করেনি।

তথ্য যা'চাই ও প্র'ক্রি'য়া : ইন্ডিয়া টাইমস বিভিন্ন ধ'রণের কি ওয়ার্ড দিয়ে এ বিষয়ে অন্য যে কোনও প্রতিবেদন, ছবি খোঁ'জার চেষ্টা করে। কিন্তু তা পাইনি। তারা রি'ভা'র্স ইমে'জে নাবালিকার ছবিটি দিয়ে সা'র্চ করি, তাতে ওই মেয়েটির একটি পরিষ্কার ছবি পাওয়া যায় ফেসবুকের 'We are all GIRL's আমরা সবাই মেয়ে' নামের একটি পেজে।

পেজটি বাংলাদেশ থেকে পরিচালিত হয়। সেখানে আরও অন্যান্য হিজাব পরিহিতা মহিলাদের ছবিও আছে। আসল ছবিটি সেখানে পোস্ট করা হয়েছিল ২০১৮ সালের ২৮ জানুয়ারি। এই সময় সত্য-ত'থ্যের ত'রফে জাফরাবাদের পুলিশ সুপার সত্যদেবের সঙ্গেও কথা বলা হয়, তিনিও জানান খবরটি সম্পূর্ণ মি'থ্যা। কোনও মুসলিম নাবালিকা জাফরাবাদে গ'ণধ'র্ষণের শি'কার হয়নি।

তারপর রিপাবলিক অফ বা'জ ওয়েবসাইটটি ভালো করে দেখায়। সেখানে দেখতে পাই, ওয়েবসাইটটি সম্পূর্ণভাবেই ভারতবিরো'ধী প্রচারের জন্য ব্যবহার করা হয়। সেখানকার বেশিরভাগ খবরই থাকে পাকিস্তানের। তাতে বোঝা যায় পাকিস্তান আ'র্মিও ওয়েবসাইটটির সঙ্গে যু'ক্ত। মূলত ৬ জন পেজটি চা'লায়। তারা সকলেই পাকিস্তানের বাসিন্দা। সূত্র : ইন্ডিয়া টাইসম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে