বুধবার, ১৮ মার্চ, ২০২০, ০১:২৩:৩৯

শাহজালাল বিমানবন্দর থেকে মার্কিন নাগরিকসহ দুইজনকে পুশব্যাক

শাহজালাল বিমানবন্দর থেকে মার্কিন নাগরিকসহ দুইজনকে পুশব্যাক

আন্তর্জাতিক ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্র ও আইভরি কোস্টের দুই নাগরিককে পুশব্যাক করে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সকালে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকার ৩১শে মার্চ পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে।

এই দুই নাগরিক গতকাল দেশে এলেও তাদের কাছে কোনো ভিসা ছিল না। তাই তারা যে বিমানে এসেছেন সেই বিমানেই তাদের ফেরত দেয়া হয়েছে। প্রাণঘা'তী করোনা ভাইরাস প্রতিরো'ধে আগামী ৩১শে মার্চ পর্যন্ত সব দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা ব'ন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এছাড়া ইউরোপ থেকে কোনো যাত্রী (যুক্তরাজ্য বাদে) এলেও তাকে বাংলাদেশে ঢু'কতে দেয়া হবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে