বুধবার, ১৮ মার্চ, ২০২০, ০২:০৩:৪০

শিশুপুত্র কোলেই ডিউটি করছেন মহিলা পুলিশকর্মী

শিশুপুত্র কোলেই ডিউটি করছেন মহিলা পুলিশকর্মী

আন্তর্জাতিক ডেস্ক : নিজের দেড় বছরের শিশুপুত্রকে কোলে নিয়েই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনুষ্ঠানে নিজের কর্তব্য পালন করলেন উত্তর প্রদেশের এক মহিলা পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৬টায় গ্রেটার নয়ডায়। মহিলা পুলিশকর্মীর নাম প্রীতি রানি। তিনি ভারতের উত্তরপ্রদেশের দাদরি থানার কনস্টেবল।

প্রীতি জানালেন, তার স্বামী একটি পরীক্ষা নিতে গিয়েছেন। ফলে তার পক্ষে ছেলেকে সামলানো সম্ভব নয়। শিশুকে দেখার জন্য বাড়িতেও আর কেউ নেই। সেকারণেই দেড় বছরের ছেলেকে কোলে নিয়েই ডিউটিতে যান তিনি। তিনি বলেন, ‌ডিউটি সবার আগে। তাই ছেলেকে এখানে নিয়ে এসেছি।‌ 

দুইদিনের সফরে গৌতম বুদ্ধ নগরে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার গ্রেটার নয়ডার বোট্যানিক্যাল গার্ডেনে ১৪৫২ কোটি টাকা ব্যয়ে তৈরি একটি প্রকল্পের উদ্বোধন এবং করেন তিনি। এবং ১৩৬৯ টাকা ব্যয়ে তৈরি হতে চলে একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই অনুষ্ঠানেই ডিউটি ছিল প্রীতি রানির। প্রীতির এই কর্তব্যপরায়ণতার অকুণ্ঠ প্রশংসা করেছেন রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তারা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে