আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস মহামা'রীতে বিপ'র্য'ন্ত চীনে সরকারি সফর শেষে ফিরে অসুস্থ অনুভব করায় আগাম সত'র্কতামূলক পদক্ষেপ হিসেবে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের শীর্ষ কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি।
বুধবার দেশটির এক সরকারি বিবৃতি জানিয়েছে, তার শরীরে করোনা ভাইরাস আছে কিনা; সেই পরীক্ষাও করা হবে। পরিবারের সদস্যদের থেকে বি'চ্ছি'ন্ন থাকার ঘোষণা দিয়ে কুরাইশি বলেন, বিশেষজ্ঞরা আমাকে আইসোলেশনে যাওয়ার এবং পাঁচদিন পর করোনা ভাইরাস পরীক্ষা করতে পরামর্শ দিয়েছেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভির সফরসঙ্গী হিসেবে সোম ও মঙ্গলবার চীনে ছিলেন কুরাইশি। করোনা ভাইরাস মহামা'রী শুরু হওয়ার পর প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে চীন সফরে যান ডা. আরিফ আলভির নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
এসময় তারা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও ন্যাশনাল পিপলস কংগ্রেসের প্রধান লি ঝানসুর সঙ্গে বৈঠক করেন। দেশটির কেন্দ্রীয় পরিকল্পনামন্ত্রী আসাদ ওমরও তাদের সফরসঙ্গী ছিলেন বলে জানা গেছে। দক্ষিণ এশিয়ার পরমাণুসমৃদ্ধ দেশটিতে এখন পর্যন্ত ২৩৬ ব্যক্তি করোনা ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় আ'ক্রা'ন্ত হন ১৪২ জন।