বুধবার, ১৮ মার্চ, ২০২০, ০৫:২৪:২০

করোনায় যু'দ্ধ পরি'স্থিতি ফ্রান্সে, পাকিস্তান থেকেও আসছে মৃত্যুর খবর

করোনায় যু'দ্ধ পরি'স্থিতি ফ্রান্সে, পাকিস্তান থেকেও আসছে মৃত্যুর খবর

আন্তর্জাতিক ডেস্ক : কাল থেকে আশ'ঙ্কা তৈরি হয়েছিল। এবার ঘরব'ন্দি ফ্রান্সও। ইটালির পরে ইউরোপে করোনা-পরি'স্থিতি ক্র'মশ জটিলতর হয়েছে এই দেশেই। নতুন করে ২১ জনের মৃত্যু হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় আক্রা'ন্তের সংখ্যা ছুঁয়েছে ১২১০। মঙ্গলবার আগামী ৩০ দিনের জন্য সীমান্ত ব'ন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

তবে ইইউয়ের দেশগুলোর মধ্যে যাতায়াত এখনও নি'ষি'দ্ধ হয়নি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জনতার উদ্দেশে জানিয়েছেন, করোনা সং'ক্রমণ রুখতে প্রত্যেকে ঘরব'ন্দি থাকুন। ২০ মিনিটের ওই বক্তৃতায় তিনি বলেছেন, 'আপাতত আগামী ১৫ দিন পর্যন্ত চলাফেরায় অত্য'ন্ত কড়া নিষে'ধা'জ্ঞা চালু হচ্ছে। সামাজিক সব ধরনের সংযোগ এড়িয়ে চলুন। নিয়মের অন্যথা হলে শা'স্তি পেতে হবে। একমাত্র অতি প্রয়োজনীয় সফরেই সায় দেয়া হবে। কারণ দেশে এখন যু'দ্ধ-পরি'স্থিতি তৈরি হয়েছে।'
 
ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী ক্রিস্তোফ কাস্তানে জানিয়েছেন, ''এখন কেউ বাড়ির বাইরে বেরোলে তাকে কারণ দর্শাতে হবে। পরি'স্থিতির দিকে ন'জর রাখতে মোতায়েন করা হয়েছে এক লাখ অফিসার। ঘরব'ন্দি না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১৩৫ ইউরো পর্যন্ত জরি'মানা দিতে হবে।'' করোনার সঙ্গে বুঝতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই কর্মী এই ভাই'রাসে আক্রা'ন্ত হয়েছেন বলে খবর মিলেছে। জেনিভার সদর দফতরেই কাজ করেন তার। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমেয়ার সাংবাদিকদের জানিয়েছেন, তাদের দুই কর্মী অফিস থেকে বাড়ি পৌঁছানোর পরে শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছিল। পরীক্ষা করানোর পরে তারা কোভিড-১৯-এ আ'ক্রা'ন্ত বলে জানা যায়। এই দুই কর্মী করোনা-আ'ক্রা'ন্তদের নিয়ে বা ওই ভাইরাস নিয়ে কোনও কাজে সরাসরি যুক্ত ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মোট ২৪০০ কর্মী কাজ করেন। তবে এখন বেশির ভাগ কর্মীই বাড়ি থেকে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন ক্রিস্তোফ।

ব্রিটেনেও প্রধানমন্ত্রী বরিস জনসন সমালো'চনার মুখে পড়ে সামাজিক সংযোগ যত দূর সম্ভব এড়িয়ে চলার কথা বলেছেন। পাব বা রেস্তোরাঁ থেকে দূরে থাকা এবং বাড়ি থেকে কাজ করার কথাও বলেছেন তিনি। পাশাপাশি খুব প্রয়োজন ছাড়া আগামী ৩০ দিন বিদেশ সফর থেকে নাগরিকদের বিরত থাকতে বলেছেন বরিস। 

প্রধানমন্ত্রী জানিয়েছেন, অবিলম্বে সত্তরোর্ধ্বদের ১২ সপ্তাহ গৃহব'ন্দি থাকার নির্দে'শ দেওয়া হবে। করোনা ভাইরাসে ব্রিটেনের মৃ'তের সংখ্যা এখন ৭১। ১৫০০ জন পজিটিভ বলে জানা গিয়েছে। তবে অন্তত ৩৫-৫০ হাজার মানুষ করোনা-আক্রা'ন্ত হতে পারেন বলে আশ'ঙ্কা। তবে স্কুল ব'ন্ধের সিদ্ধান্ত এখনও নেয়নি বরিসের প্রশাসন। পাব, বার এবং রেস্তোরাঁও বন্ধ করার জন্য কোনও ক'ড়াক'ড়ি নেই। 

সাধারণ মানুষকে বলা হচ্ছে, ওই সব জায়গা এড়িয়ে চলুন। বরিস মেনে নিয়েছেন, করোনা-স'ঙ্ক'টে দেশের অর্থনীতি বড়সড় ধা'ক্কা খেয়েছে। যে সব ব্যবসায় এর প্র'ভা'ব পড়েছে, সেগুলোকে অনুদান দিতে দেশের অর্থমন্ত্রী ঋষি সুনক আজই ১২০০ কোটি পাউন্ডের একটি প্যাকেজের কথা ঘোষণা করেছেন।

স্পেনে কোভিড-১৯-এ আ'ক্রা'ন্তের সংখ্যা এখন ১১১৭৮। এই ভাইরাসে মৃ'ত্যু হয়েছে ৪৯১ জনের। গত ২৪ ঘণ্টায় ১৯৮৭ জন নতুন করে আ'ক্রা'ন্ত হয়েছেন বলে দাবি। রাজধানী মাদ্রিদেই আ'ক্রা'ন্তের সংখ্যা সব চেয়ে বেশি। ইরানেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আ'ক্রা'ন্তের সংখ্যা। সেখানে ২৪ ঘণ্টায় ১১৭৮ জন নতুন করে করোনার কো'পে। 

এর আগে ইরানে ২৪ ঘণ্টায় একসঙ্গে এত জন আ'ক্রা'ন্ত হননি। ইরানে এখন আ'ক্রা'ন্তের মোট সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। এই প্রথম মৃ'ত্যুর খবর এসেছে পাকিস্তান থেকে। সে দেশে ১৯৪ জন কোভিড-১৯ পজিটিভ। পাঞ্জাব প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যিনি মা'রা গিয়েছেন, সম্প্রতি তিনি ইরান থেকে এসেছিলেন। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে