বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ০১:৪৯:৩৭

পরিস্থিতি ভ'য়াব'হ, ইটালিতে ২৪ ঘণ্টায় মৃ'ত ৪৭৫

 পরিস্থিতি ভ'য়াব'হ, ইটালিতে ২৪ ঘণ্টায় মৃ'ত ৪৭৫

আন্তর্জাতিক ডেস্ক : দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আত'ঙ্ক। এ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আ'ক্রা'ন্ত হয়েছেন এক জনই। ইংল্যান্ড ফেরত সেই তরুণ। বেলেঘাটা আইডি হাসপাতালে আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বুধবার প্রথম পরীক্ষায় ওই তরুণের বাবা, মা ও গাড়ির চালকের লালারসে করোনা সং'ক্রমণ অবশ্য মেলেনি। গোটা দেশের নিরিখে এ রাজ্যের ছবিটা তুলনামূলক ভাবে ভাল হলেও আত'ঙ্কে সাধারণ মানুষ। গণ পরিবহণেও সেই আত'ঙ্কের ছবিটা স্পষ্ট ধরা পড়েছে। বহু জায়গাতেই অফিস টাইমে ট্রেন বা বাস ফাঁকা থাকছে। ভিড় কমছে শহরের রাজপথেও।

বুধবার দেশে করোনা আ'ক্রা'ন্তে সংখ্যা ছিল ১৫১। রাতারাতি তা বেড়ে হয়েছে ১৬৯ জন। চণ্ডীগড়ে প্রথম করোনা আ'ক্রা'ন্ত ধ'রা পড়েছে। করোনা রুখতে জমায়েতে রাশ টানতে চাইছে বিভিন্ন রাজ্যের প্রশাসন। তাই উত্তরপ্রদেশ, রাজস্থান-সহ বিভিন্ন  রাজ্যের কিছু কিছু জায়গায় ১৪৪ ধারা জা'রি করা হয়েছে।

চিনের পর, করোনা-পরি'স্থিতি ভ'য়াব'হ আ'কার ধা'রণ করেছে ইটালিতে। সেখানে এক দিনেই ৪৭৫ জনের মৃ'ত্যু হয়েছে। যা এই মু'হূর্তে সর্বোচ্চ বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আমেরিকায় আ'ক্রা'ন্তের সংখ্যা এই মুহূর্তে ১০ হাজার। মৃ'ত্যু হয়েছে ১৫০ জনের। আ'ক্রা'ন্ত হয়েছেন মার্কিন কংগ্রেসের এক সদস্যও। উহানে অবশ্য এই প্রথম নতুন করে কোনও সং'ক্রমণের খবর নেই বলেই জানিয়েছে চিনা সরকার। তবে বেজিংয়ে নতুন করে করোনা সং'ক্রমণ ধ'রা পড়েছে।-আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে