বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ০৬:৪৬:৫৬

করোনা থেকে বাঁচতে দুপুরের চড়া রোদে গিয়ে বসুন : ভারতের স্বাস্থ্যমন্ত্রী

করোনা থেকে বাঁচতে দুপুরের চড়া রোদে গিয়ে বসুন : ভারতের স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : করোনা থেকে বাঁচতে বিশেষজ্ঞদের পর এবার নয়া নি'দান দিলেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অশ্বিনী চৌবে। এই মা'রণ ভাইরাসের হাত থেকে র'ক্ষা পেতে চ'ড়া রোদে পনেরো মিনিট বসে থাকার পরামর্শ দেন মন্ত্রী। তবে শুধু অশ্বিনী চৌবে নন, করোনা দ'মনে তার মত রকমারি নি'দান দিয়েছেন কয়েকজন বিজেপি নেতারা।

নভেল করোনা ভাইরাস দ'মন করতে দেশবাসীকে নয়া নি'দান দিয়ে বিত'র্কের মুখে মন্ত্রী অশ্বিনী চৌবে। এদিন সংসদ থেকে বেরিয়ে এসে তিনি মন্তব্য করেন, 'প্রতিদিন বেলা ১১টা থেকে দুটোর মধ্যে সূর্যের তাপ থাকে সবচেয়ে বেশি। এই সময়ে রোদে বসলেই শরীরে তৈরি হবে ভিটামিন-ডি। এতে রো'গ প্রতিরো'ধের ক্ষ'মতা বৃদ্ধি পাবে মানুষের মধ্যে। আর তারা করোনাতেও আক্রা'ন্ত হলেও মা'রা পড়বেন না।'

প্রতিদিনই করোনা মোকাবিলা করতে রাজ্যের মন্ত্রীদের নিয়ে বৈঠক সারছেন মুখ্যমন্ত্রীরা। বুধবার রাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেক সাংসদ ও মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, ''কেউ যেন মহামা'রী নিয়ে অবৈ'জ্ঞানিক মন্তব্য না করেন।''

গত সোমবার স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে করোনা নিয়ে তিন পাতার নির্দে'শিকা প্রকাশ করা হয়। তাতে অবশ্য কোথাও লেখা নেই যে রোদে থাকলে করোনা ভাইরাস সং'ক্র'মণ রু'খতে সুবিধা হয়। এমনকি চিকিত্‍সক জানান, 'গরম বাড়লেই করোনা দ'মন হবে এই ভার'ণা ভ্রা'ন্ত।' করোনা দ'মনে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলি গোমূত্র বা গোমূত্র দেওয়া হ্যান্ড স্যানিটাইজারের ভরসা রেখেছে। 

কেউ আবার আত'ঙ্কে গোমূত্র খাওয়ার পার্টিও করছেন। অশ্বিনী চৌবের এই মন্তব্যে বিত'র্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে কিছু রাজনৈতিক নেতারা বলছেন, 'মানুষেক শরীরে ভিটামিন-ডি তারি করতে সূর্যরশ্মির তুলনা হয় না একথা ঠিকই। কিন্তু এর সঙ্গে করোনা দ'মনের কোনও সম্পর্ক থাকতেই পারেন না।' সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে