বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ১০:১৩:৪০

নিয়ম কানুন না মেনে 'বেপরোয়া' ইংল্যান্ড ফেরত তরুণী, করোনা ছড়ানোর আত'ঙ্ক

নিয়ম কানুন না মেনে 'বেপরোয়া' ইংল্যান্ড ফেরত তরুণী, করোনা ছড়ানোর আত'ঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতা সাক্ষী হল আরও এক তরুণীর বে'পরো'য়া মনোভাবের। অভিযোগ, আ'ক্রা'ন্ত হওয়ার এবং ভাইরাস ছড়ানোর যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও তার বি'রু'দ্ধেও অভিযো'গ নিয়ম কানুন না মানার। এ ক্ষেত্রেও অভিযুক্ত সমাজের উপরতলার মানুষ। ওই তরুণী বালিগঞ্জ এলাকার একটি অভিজাত আবাসনের বাসিন্দা। তার বে'পরো'য়া আচরণের জেরে আত'ঙ্ক ছড়িয়েছে গোটা আবাসনে।

ওই আবাসনের বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ১৪ তলায় মায়ের সঙ্গে থাকেন ওই তরুণী। বছর পঁচিশের ওই তরুণী মঙ্গলবারই ফিরেছেন ইংল্যান্ড থেকে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের নিয়ম অনুযায়ী তার নিজের ফ্ল্যাটে ''হোম আইসোলেশন''-এ থাকার কথা কমপক্ষে ১৪ দিন। যদি তার মধ্যে তার শরীরে করোনা ভাইরাসের কোনও উপসর্গ না দেখা দেয় তবে তিনি ফের স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। আর যদি কোনও উপসর্গ দেখা দেয় তা হলে সঙ্গে সঙ্গে তার চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা।

ওই আবাসনের এক বাসিন্দার কথায়, ''মঙ্গলবার ইংল্যান্ড থেকে ফেরার পর আমরা আশা করেছিলাম যে ওই তরুণী নিজের ফ্ল্যাটেই থাকবেন। কিন্তু বাস্তবে দেখা গেল তিনি সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন। আবাসনের বাইরেও নিয়মিত ঘুরে বেড়াচ্ছেন।'' অন্য এক বাসিন্দার অভিযো'গ, ''ওই তরুণী হাল্কা সর্দিও রয়েছে।''  তিনি বলেন, ''প্রথমে আমরা মেয়েটিকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু আমাদের কোনও কথাই কানে তোলেননি তিনি।'' 

এর পর আবাসন কমিটির পক্ষ থেকে ওই তরুণী এবং তার পরিবারকেও বলা হয়। তারপরও রীতিমতো গা ছাড়া মনোভাব। এক বাসিন্দা বলেন,  ''রবিবার আমাদের আবাসনের অন্য এক বাসিন্দা অস্মিকা সিং ইংল্যান্ড থেকে ফেরেন। তিনি স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনে নিজেকে ঘর ব'ন্দি করেছেন। তার বাবা বাইরে থাকছেন। অস্বিকা একটি ঘরে থাকছেন। কারও সঙ্গে দেখা করছেন না। খাবার ফ্ল্যাটের বাইরে রেখে কলিং বেল দেওয়া হলে তিনি খাবার নিয়ে যাচ্ছেন।''

অস্বিকাও নিজে ওই তরুণীকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু ব্য'র্থ হন। এরই মধ্যে আমলা পুত্রের ঘটনায় আরও আত'ঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। ওই একই আবাসনে থাকেন সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন। তিনি বলেন,  ''এই আবাসনের বাসিন্দাদের একটা বড় অংশই বয়স্ক মানুষ। ৬০ বছরের বেশি বয়সী তারা। আমার মায়েরই বয়স ৮৭ বছর। অধিকাংশই কোনও না কোনও রো'গে ভু'গছেন। তার মধ্যে এই ভাইরাস কোনও ভাবে সং'ক্রা'মিত হলে তা তো ভ'য়'ঙ্কর আকার নেবে।''

এ রকম ভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে হোম আইসোলেশনে থাকার বদলে রীতিমতো পাড়ায় ঘুরে বেড়াচ্ছিলেন গড়িয়াহাট থানা এলাকার এক যুবক। বাবা এলাকার নামী ব্যবসায়ী। এলাকার মানুষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ যুবকের বাবাকে নির্দে'শ দেয় ছেলেকে ঘর ব'ন্দি করে পর্যবেক্ষণে রাখতে। এক পুলিশ কর্মী বলেন, মহামা'রী আইন বলবৎ হওয়ায়, প্রশাসন বা'ধ্য করতে পারে এ ধরনের নিয়ম ভ'ঙ্গকারীকে ঘর ব'ন্দি করতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে