আন্তর্জাতিক ডেস্ক : বাড়িতেই থাকুন, হাসপাতালে আসার প্রয়োজন নেই। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে বলছে টেস্ট করানোর কথা বলছেন, সেখানে ইমরান এই পরামর্শ দিচ্ছেন।
পাক প্রধানমন্ত্রীর দাবি, করোনা এক ধরনের ফ্লু। ৯৭ শতাংশ ক্ষেত্রেই তা সেরে যায়। ৯০ শতাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে স্রেফ কাশি, সর্দির মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ। বাকি ৪–৫ শতাংশ ক্ষেত্রে হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়। সোশ্যাল মিডিয়ায় দু'টি ভিডিও বার্তায় ইমরান খান বলেছেন, আমেরিকার মতো বিত্তশালী দেশেও এতো মানুষকে একসঙ্গে চিকিৎসা করানোর মতো পরিষেবা নেই।
তার দেশের স্বাস্থ্য পরিকাঠামোও যে উন্নত নয় তা কার্যত মেনেই নিয়েছেন তিনি। অনেক রো'গী একসঙ্গে পরীক্ষার জন্য হাসপাতালে চলে এলে তা সামাল দেওয়া তাদের পক্ষে কার্যত অসম্ভব। একমাত্র প্রবীণ নাগরিকদেরই হাসপাতালে যাওয়া উচিত, এমনই পরামর্শ ইমরান খানের।
নোভেল করোনায় এখনও পর্যন্ত সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ২ লক্ষেরও বেশি। মৃত্যুর সংখ্যা সাড়ে ৮ হাজারের ওপরে। ভারত ও পাকিস্তানেও করোনার প্রভাব দেখা গিয়েছে। পাকিস্তানেও দু'জনের মৃত্যু হয়েছে। আক্রা'ন্ত তিনশো জনেরও বেশি। গতকালই শতাধিক আক্রা'ন্ত হয়েছিল বলে জানা গেছে। সূত্র : দ্য ডন