বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ১০:৫২:১৪

জনমানবশূন্য রাস্তা দিয়ে হেঁটে চলেছেন পোপ ফ্রান্সিস, পূণ্যভূমিতে গোরস্তানের নীরবতা

জনমানবশূন্য রাস্তা দিয়ে হেঁটে চলেছেন পোপ ফ্রান্সিস, পূণ্যভূমিতে গোরস্তানের নীরবতা

আন্তর্জাতিক ডেস্ক : তিনি জানালার সামনে এসে দাঁড়ালে মানুষের ঢল নামে। এটাই দেখা গিয়েছে বারবার। কিন্তু এখন হঠাৎ সেই চিত্রটা বদলে গেল। জনমানবশূন্য রাজপথে যেন গোরস্তানে নীরবতা। নেপথ্যে রয়েছে করোনা ভাইরাস। তবে ঘটনা'স্থ'ল চীন নয়। ঘটনাস্থল খৃষ্টানদের পুণ্যভূমি ভাটিকান। আজ সেখানে মানুষের দেখা নেই। 

মনে হতে পারে মানব সভ্যতা বোধহয় এখানে এসে সমাপ্ত হয়েছে। আসলে করোনার জেরে সেই চেনা ছবিটাই এবার আমূল বদলে গিয়েছে৷ একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, প্রত্যেকদিনের মতোই পোপ ফ্রান্সিস এসে দাঁড়িয়েছেন জানালায়৷ অথচ নীচে জনসমুদ্র নেই৷ উলটে শূন্যতা বিরাজ করছে সেখানে৷ আসলে করোনা ভাইরাস তার প্রধান কেন্দ্রস্থল বদলে পৌঁছে গিয়েছে ইওরোপে৷ 

গোটা ইতালি হয়ে উঠেছে মৃত্যুপুরী৷ এই অবস্থাতে কিছুতেই চু'পচা'প বসে থাকতে পারছেন না পোপ ফ্রান্সিস৷ তাই সমস্ত বি'ধিনিষে'ধ উপেক্ষা করেই বেরিয়ে পড়েন তিনি৷ দু'টি গির্জাতেও যান তিনি৷ পোপ প্রার্থনা সারেন সান্টা মারিয়া ম্যাগিওরে গির্জাতে৷ সেই ছবিটিও ধ'রা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে একা পোপ হেঁটে চলেছেন রাস্তা দিয়ে, আর নিস্ত'ব্ধতা বিরাজ করছে চারিদিকে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে