আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, ইরানে চিকিৎসা সরঞ্জা'মাদি প্রবেশের পথ ব'ন্ধে মার্কিন ব'লদ'র্পী পদক্ষে'পের বি'রু'দ্ধে পশ্চিম এশিয় দেশগুলোসহ বিশ্ব নেতৃবৃন্দের জ'রু'রি প্রতি'ক্রিয়া দেখানো উচিত। পাকিস্তানের দুটি দৈনিকে লেখা নিবন্ধে ইরানি রাষ্ট্রদূত সাইয়্যেদ মুহাম্মাদ আলি হোসাইনি ওই মন্তব্য করেন।
হোসেইনি বলেন: করোনা ম'হামা'রিতে কেবল অভ্য'ন্তরীণ সম'স্যা দেখাই বিশ্বনেতৃবৃন্দের দায়িত্ব নয়। এই মহামা'রির ব্যাপারে যে-কোনো রকমের উদা'সীনতা নিজ দেশের জনগণের মাঝেও করোনার বিস্তার বেড়ে যেতে পারে। ইরানে করোনা ভাইরাসে ক্ষ'য়ক্ষ'তির পরিমাণ বৃদ্ধির মূল কারণ মার্কিন অ'বৈ'ধ নিষে'ধা'জ্ঞা। আমেরিকার এই অমানবিক ও হিং'স্র আচরণ আন্তর্জাতিক সকল রীতিনীতির পরিপ'ন্থি বলেও তিনি মন্তব্য করেন।
হোসাইনি বলেন এই পরি'স্থিতি চলতে থাকলে মানবীয় বিপ'র্যয় দেখা দিতে পারে। বিশ্ব নেতৃবৃন্দ বিশেষ করে আঞ্চলিক নেতৃবৃন্দ মানবতা বিরো'ধী ওই নিষে'ধা'জ্ঞার ব্যাপারে প্রতি'ক্রিয়া দেখানোর ক্ষেত্রে নি'ষ্ক্রিয় থাকলে সম্ভাব্য বিপ'র্যয়ের দায়-দায়িত্ব তাদের ওপরও বর্তাবে। ইরানি রাষ্ট্রদূত মার্কিন অবৈ'ধ নিষে'ধা'জ্ঞার ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থানের প্রশংসা করেন।
সম্প্রতি ইমরান খান এসোসিয়েটেড প্রেসের (এপি) সঙ্গে আলাপকালে ইরান বিরো'ধী মার্কিন নিষে'ধা'জ্ঞা তুলে নেয়ার ওপর গু'রু'ত্বারো'প করেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেন: করোনা ভাই'রাস মোকাবেলার ক্ষেত্রে ইরান বিরো'ধী মার্কিন নিষে'ধা'জ্ঞা প্রতিব'ন্ধ'কতা তৈরি করেছে। সূত্র : পার্সটুডে