শুক্রবার, ২০ মার্চ, ২০২০, ১২:৩১:২১

গভীর রাতে তাইওয়ানের আকাশে চীনা যু'দ্ধবিমানের টহল

গভীর রাতে তাইওয়ানের আকাশে চীনা যু'দ্ধবিমানের টহল

আন্তর্জাতিক ডেস্ক : চীনের কয়েকটি যু'দ্ধবিমান তাইওয়ানের আকাশে রাত্রিকালীন টহল দিয়েছে বলে তাইপের একটি সূত্র জানিয়েছে। তাইওয়ান থেকে প্রকাশিত দৈনিক চায়না পোস্ট মঙ্গলবার খবর দিয়েছে, চীনের কয়েকটি জ'ঙ্গি বিমান সোমবার রাতে তাইওয়ানের আশপাশের পানিসীমার আকাশে টহল দিয়েছে।

বিষয়টি তাইওয়ানের বিমান বাহিনীর রাডারে ধ'রা পড়েছে বলেও দৈনিকটি জানিয়েছে। খবরে বলা হয়েছে, চীনা জ'ঙ্গিবিমান এই প্রথম তাইওয়ানের বি'রু'দ্ধে এ ধরনের ব্যবস্থা নিল; এর আগে কখনো তাইওয়ানের আকাশে চীনা জ'ঙ্গিবিমান দেখা যায়নি।

এদিকে তাইওয়ানের প্রতির'ক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাত্রিকালীন অনুশীলনের অংশ হিসাবে চীনের যু'দ্ধবিমান এবং ন'জরদারি বিমানের একটি দল তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম উপকূলের পানিসীমার দিকে উড়ে যায়। বিমানগুলো আকাশ প্রতির'ক্ষা শনা'ক্তকরণ অঞ্চলের খুব কাছাকাছি চলে আসে বলে তাইওয়ানের প্রতির'ক্ষা মন্ত্রণালয় জানায়।

সোমবার গভীর রাতে তাইওয়ানের আকাশসীমায় উড়ে আসা চীনের সামরিক বিমানগু'লিকে নিজের বিমানবাহিনীর সাহায্যে তাড়িয়ে দেয়ারও দাবি করেছে তাইওয়ানের প্রতির'ক্ষা মন্ত্রণালয়। চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছে'দ্য অংশ বলে মনে করলেও তাইপে বেইজিং-এর এই দৃ'ষ্টিভ'ঙ্গি প্রত্যা'খ্যান করে এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে