শনিবার, ২১ মার্চ, ২০২০, ০৩:০২:৪৫

করোনার ভ'য়াব'হ ছো'বলে ইতালিতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৬২৭ জনের মৃ'ত্যু!

করোনার ভ'য়াব'হ ছো'বলে ইতালিতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৬২৭ জনের মৃ'ত্যু!

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে মৃ'ত্যুমিছিল অব্যাহত। ২৪ ঘণ্টায় আরও ৬২৭ জন করোনাভাইরাসে প্রাণ হা'রিয়েছেন। সবমিলিয়ে শুক্রবার পর্যন্ত ইতালিতে মৃ'তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,০৩২ জন। COVID-19 আ'ক্রা'ন্ত'দের মধ্যে মৃ'ত্যুহার বেড়েছে ১৮.৪ শতাংশ। শুক্রবারের আগে পর্যন্ত ইতালিতে একদিনে এত সংখ্যক মানুষের মৃ'ত্যু হয়নি।

করোনা(coronavirus)-য় মৃ'ত্যুর নিরিখে অবশ্য বৃহস্পতিবারই (১৯ মার্চ, ২০২০) চিনকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইতালি। চিনে করোনায় মৃ'ত্যুতে এতদিন শীর্ষে থাকলেও, একদিনে কখনও ১৫০-র বেশি মৃ'ত্যু হয়নি। সেখানে ইতালির ছবিটা সম্পূর্ণ ভিন্ন। লা'ফিয়ে লা'ফিয়ে বাড়ছে মৃ'তের সংখ্যা। তা-ও শুক্রবারের আগে পর্যন্ত ইতালিতে একদিনে সবচেয়ে বেশি করনোয়া মৃ'ত্যু হয়েছে ৪৭৫ জনের।

সিভিল প্রোটেকশন এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, ইতালিতে শুক্রবার করোনা-আ'ক্রা'ন্ত বে'ড়ে হয়েছে ৪৭,০২১। বৃহস্পতিবার পর্যন্ত সংখ্যাটা ছিল ৪১,০৩৫। সং'ক্রমণ বৃদ্ধির হার ১৪.৬ শতাংশ।

করোনায় সবচেয়ে বিধ্ব'স্ত অ'বস্থা লম্বার্ডির উত্তর অঞ্চলের। শুধু সেখানেই ২,৫৪৯ জন মা'রা গিয়েছেন। আ'ক্রা'ন্ত ২২ হাজার ২৬৪ জন।

এজেন্সি সূত্রে খবর, মৃ'তদের অধিকাংশেরই হার্টের অসু'খ, ডায়াবেটিসের মতো অসু'খ আগে থেকেই ছিল। পরিস্থিতি সা'মাল দিতে লক-ডাউন চলছে ইতালিতেও। বাজার-দোকান বা জীবিকার প্রয়োজন ছাড়া লোকজনের রাস্তায় বেরোনোর উপর নি'ষেধা'জ্ঞা আরোপ হয়েছে। তবে, করোনায় লা'গাম টা'নতে আরও ক'ঠিন প'দক্ষেপ করতে পারে ইতালি সরকার।

তবে, এই মৃ'ত্যুমিছিলের মধ্যেও ইতিবাচক দিক হল এটাই, করোনায় আ'ক্রা'ন্ত ৫,১২৯ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তার আগের দিন ৪,৪৪০ জনকে সুস্থ বলে ঘোষণা করা হয়।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে