আন্তর্জাতিক ডেস্ক : গোটা বিশ্বে আত'ঙ্ক ছাড়াচ্ছে করোনা ভাইরাস। চীন থেকে গোটা বিশ্বে মহামা'রী আকারে ছড়িয়ে পড়া করোনায় এ পর্যন্ত ১১ হাজার ৩৯৮ জন প্রাণ হা'রিয়েছেন। শুধু ইতালিতেই গত ২৪ ঘণ্টায় মা'রা গেছেন ৬২৭ জন। এ নিয়ে দেশটিতে ৪ হাজার ৩২ জন মারা গেল।
করোনার সং'ক্র'মণ ঠে'কাতে ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া ও মুখে হাত না দেয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমান সময়ের নারীদের কাছে মেকআপ হল একটি দৈনন্দিন অত্যাবশ্যকীয় বিষয়। তবে করোনার আ'ত'ঙ্কে বেশিরভাগ মানুষই এখন ঘর ব'ন্দি হয়েছেন। আর যারা প্রতিদিন বাড়ি থেকে বেরোতেই হচ্ছে তাদের অনেকেই মেকআপ করছেন।
তবে করোনা ভাইরাসের কারণে এ সময়ে একটু বেশি সচেতন হতেই হবে। আসুন জেনে নেই মেকআপ করার সময় যে সব বিষয় খেয়াল রাখবেন। মেকআপ লাগানোর আগে হাত আর মুখ ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিন। সর্দি জ্বর হলে কিছুদিন মেকআপ এড়িয়ে চলুন।
মেকআপের সরঞ্জাম ব্যবহার করার আগে সং'ক্র'মিত দেশগুলোর প্রোডাক্ট এড়িয়ে চলুন। ডেট দেখে ব্যবহার করুন। এক প্রোডাক্ট ছয় মাসের বেশি ব্যবহার করবেন না। মেকআপ প্রোডাক্ট শেয়ার করবেন না। যতই ক্লান্ত থাকুন মেকআপ ভালো করে তুলে তবেই ঘুমান। ধুলোপড়া মেকআপ প্রোডাক্ট কখনওই ব্যবহার করবেন না।