শনিবার, ২১ মার্চ, ২০২০, ০৫:৫৩:১১

ইরানে করোনা ভাইরাসের বিস্তার ঘটাচ্ছে মার্কিন প্রশাসন: হাসান রুহানি

ইরানে করোনা ভাইরাসের বিস্তার ঘটাচ্ছে মার্কিন প্রশাসন: হাসান রুহানি

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রশাসন বর্তমান পরি'স্থিতিতেও ইরানের বি'রু'দ্ধে নিষে'ধা'জ্ঞা অব্যাহ'ত রেখে করোনা ভাইরাসের বি'স্তার ঘটাচ্ছে বলে অভিযো'গ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। শুক্রবার মার্কিন জনগণের প্রতি লেখা এক চিঠিতে একথা বলেন ইরানি প্রেসিডেন্ট।

রুহানি বলেন, তেহরান ইতিহাসের নি'ষ্ঠু'রতম মার্কিন অর্থনৈতিক স'ন্ত্রা'সের শি'কার। মার্কিন প্রশাসন ইরানের ওপর সর্বো'চ্চ চা'পের নীতি ত্যা'গ করতে প্রস্তুত নয়। এমনকি করোনা সং'কটের সময়ও নিষে'ধা'জ্ঞা অব্যাহ'ত রেখে প্রকারান্তরে ভাইরাসের সমর্থন করল মার্কিন প্রশাসন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ২০১৮ সালের মে মাসে তেহরানের সঙ্গে করা পার'মাণবিক চু'ক্তি থেকে সরে আসার পর থেকে ইরানের অর্থনৈতিক ব্যবস্থা লক্ষ্য করে একের পর এক শতা'ধিক নিষে'ধা'জ্ঞার প্যাকেজ চা'পিয়েছে, যার ফলে ইরানি জনগণের কোটি কোটি ডলার ক্ষ'তি হয়েছে এবং করোনা ভাইরাস মো'কাবেলায় ইরানের ক্ষ'মতা হ্রা'স পেয়েছে।

চিঠিতে রুহানি হু'শিয়া'রি দিয়ে বলেন, ইরানের চিকিৎসা ব্যবস্থা দু'র্ব'ল করা এবং ভাইরাসের বি'রু'দ্ধে ল'ড়া'ইয়ে ইরানের সম্পদের ওপর বি'ধিনিষে'ধ আরো'পের লক্ষ্যে যে কোনও স্বল্পদৃষ্টি ও বৈ'রী নীতি অন্য দেশে মহামা'রী মো'কাবেলা করার ক্ষেত্রে ক'ঠো'র প্রতি'ক্রিয়া সৃষ্টি করবে। মানবিক দিক বিবেচনা করে আমি মার্কিন জনগণকে তাদের প্রশাসন ও কংগ্রেস প্রতিনিধিদের অব'হিত করার আহ্বান জানাই যে চা'প, নিষে'ধা'জ্ঞা এবং শ'ত্রু'তা কোনও সময়ে সফল হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে