আন্তর্জাতিক ডেস্ক : এবার ইটালির পর করোনা ভাইরাসে মৃ'তের সংখ্যা ক্রমাগত বাড়ছে ইউরোপের দেশ স্পেনে। আজ শনিবার একদিনেই দেশটিতে মৃ'ত্যু হযেছে ৩২৪ জনের। এ নিয়ে মোট মৃ'তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩২৬ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
আজ শনিবার একদিনেই করোনায় আ'ক্রা'ন্ত হয়েছে ৫ হাজার মানুষ। দেশটিতে এখন পযন্ত সর্বমোট করোনা আ'ক্রা'ন্তের সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৯২৬ জনে। করোনা রোগীর সেবা দিতে রাজধানী মাদ্রিদের হাসপাতালগুলো হি'মশি'ম খাচ্ছে।
করোনা ঠে'কাতে গত সপ্তাহ থেকে সরকার স্পেনের জনসাধারণের চলাচল বন্ধ করেছে। ইটালি ও চীনের পর স্পেন এখন বিশ্বের সর্বাধিক করোনায় আ'ক্রা'ন্ত দেশ। এর পরেই অবস্থান করছে ইরান।
এদিকে চীন থেকে শুরু হয়ে করোনা ভাইরাস সমগ্র বিশ্বের ১৮৬ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ভ'য়াব'হ আকার ধারণ করা এই মহামারীতে আ'ক্রা'ন্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৭১২ জন মানুষ। মৃ'ত্যু হযেছে ১১ হাজার ৮৪২ জন মানুষের। তবে এর মধ্যে সুস্থ হযে উঠেছে ৯৩ হাজার ৫৭৬ জন করোনা রোগী। করোনা বাংলাদেশেও এসেছে। এখন পযন্ত আ'ক্রা'ন্ত হয়েছে ২৪ জন। মৃ'ত্যু হয়েছে ২ জনের।