রবিবার, ২২ মার্চ, ২০২০, ১২:০৩:০৭

অনুমতি মিললো না অবতরণের, ৯০ যাত্রীকে নিয়ে নেদারল্যান্ডেই ফিরলো বিমান

অনুমতি মিললো না অবতরণের, ৯০ যাত্রীকে নিয়ে নেদারল্যান্ডেই ফিরলো বিমান

আন্তর্জাতিক ডেস্ক : করোনা আত'ঙ্ক হা'না দিল আকাশেও। তার জেরে শুক্রবার দিল্লি বিমানবন্দরে নামতে দেওয়া হল না নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে আসা একটি বিমানকে। ওই বিমানে ৯০ জন ভারতীয়ও ছিলেন। বিদেশে করোনা আত'ঙ্কেই তারা দেশে ফেরার লক্ষ্যে বিমানে চড়ে বসেছিলেন। এদিন তাদেরও দেশে ফেরা হল না। 

যদিও ডিরেক্টরেট অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) সূত্রে খবর, ওই বিমানের ফ্লাইট প্ল্যানের অনুমোদন ছিল না। তাই বিমানটিকে দিল্লিতে নামার অনুমতি দেওয়া হয়নি। বিমানটি শেষ পর্যন্ত আমস্টারডামেই ফিরে যায়। যত দিন গড়াচ্ছে, ততই করোনা আত'ঙ্ক থা'বা বসাচ্ছে দুনিয়া জুড়ে। বাড়ছে মৃত্যুও। এই পরি'স্থি'তিতে ইটালি ও স্পেনের পরিণতি দেখে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি থেকে আসা বিমানের উপর ইতিমধ্যেই বিধিনি'ষে'ধ জারি করেছে ভারত সরকার। 

গত ১৮ মার্চই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। ডিজিসিএ সূত্রে খবর, শুক্রবার কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের ওই বিমানটি ওই বিধি ল'ঙ্ঘ'ন করেছে। তার ফ্লা'ইট প্ল্যানেরও অনুমোদন ছিল না। তাই সেটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি। বিদেশের মাটিতে তী'ব্র হচ্ছে করোনা আ'ত'ঙ্ক। এমন পরি'স্থিতিতে দেশে ফেরার জন্য অনেকেই বিমানে চড়ে বসেছিলেন। কিন্তু এত কাছে এসেও, শেষ পর্যন্ত তাদের ফিরে যেতে হয়েছে। 

আর তাতে তাদের মধ্যে বেড়েছে আ'ত'ঙ্ক। দেশের মাটিতে পা রাখতে না পেরে, ওই বিমানটির ৯০ জন ভারতীয়ের অনেকেই তী'ব্র উদ্বে'গ প্রকাশ করেছেন। আগামী রবিবার অর্থাৎ ২২ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ব'ন্ধ থাকবে আন্তর্জাতিক উড়ান। করোনা রু'খতে এই সিদ্ধা'ন্তের কথাও আগেই জানিয়ে দিয়েছে ভারত সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে