আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে দেশে কোনও করোনা-সং'ক্র'মণের খবর নেই বলে আজও জানাল চীন। ফলে এই নিয়ে পরপর দু'দিন সং'ক্র'মিতের সংখ্যা বাড়ল না শি চিনফিংয়ের দেশে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও ''বিশ্বকে করোনা-স'ঙ্ক'টের মুখে ঠে'লে দেওয়ার জন্য'' গতকাল সরাসরি চীনকে কাঠ'গড়ায় দাঁ'ড় করিয়েছেন।
বলেছেন, ''বেজিং করোনা ভাই'রাস সম্পর্কিত প্রাথমিক তথ্য লুকোনোর ফলে বিশ্বকে আজ এর মাসুল দিতে হচ্ছে!'' মার্কিন প্রেসিডেন্টের এই দাবি ''দো'ষ এড়ানোর ফ'ন্দি'' বলে পা'ল্টা জ'বাব দিয়েছে বেজিং। সময় মতো সব তথ্য জানা গেলে করোনা-সং'ক্র'মণকে উৎস-অঞ্চল (উহান)-এর মধ্যেই আ'টকে রাখা যেত বলে বৃহস্পতিবার হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে দাবি করেন ট্রাম্প।
তার আরও দাবি, প্রাথমিক স্তরে ''হুই'সলব্লো'য়ার''দের কণ্ঠরো'ধের চেষ্টা করেছে চীন সরকার। এই অ'ভিযো'গ উড়িয়ে দিয়েছেন চীনের বিদেশমন্ত্রী। তার দাবি, এই অতিমা'রির বি'রু'দ্ধে চীনের ল'ড়া'ইকে খাটো করতেই তাদের আ'ক্র'মণ করছে আমেরিকা। ১৪৫টি দেশে থা'বা বসিয়েছে করোনা ভাই'রাস। মৃ'ত্যু হয়েছে কমপক্ষে দশ হাজার মানুষের।
বিশ্বজুড়ে সং'ক্র'মিত ২ লক্ষ ৩২ হাজার। যদিও সম্প্রতি করো'না-সং'ক্র'মণে চীনের মৃ'ত্যু-হারে উল্লেখযোগ্য হ্রা'স ন'জরে এসেছে। সে দেশের জাতীয় স্বাস্থ্য কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় দৈনিক মৃ'ত্যুর গড়ও অনেক কমে গিয়ে দৈনিক তিন জনের গড়ে এসে দাঁড়িয়েছে। চীনে কমপক্ষে ৮১ হাজার মানুষের করোনা-সং'ক্র'মিত হওয়ার খবর থাকলেও এখন সেখানে সং'ক্র'মিতের সংখ্যা সাত হাজারে নেমে এসেছে।
জানুয়ারির শেষ ভাগে চীনের উহান থেকে সং'ক্র'মণ ছড়ানোয় উহান এবং হুবেই প্রদেশ তালাব'ন্ধ করে দিয়েছিল সরকার। গৃহব'ন্দি হয়েছিল কমপক্ষে ৫ কোটি ৬০ লক্ষ মানুষ। তবে ইদানীং যাতায়াতে নিষে'ধা'জ্ঞা অনেকটাই হা'ল্কা করেছে সরকার। চীনে সং'ক্র'মিতের সংখ্যা নিম্নমুখী হওয়ায় স্ব'স্তি বাড়লেও নয়া তথ্য জানাচ্ছে, ইউরোপে এই সং'ক্র'মণ-স'ঙ্ক'ট এশিয়াকে ছাপিয়ে গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, চীনে এখনও পর্যন্ত মৃ'ত ৩,২৪৮।