আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর মন্ত্রিসভার চার সদস্য করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দেশটির সরকারের এক মুখপাত্র এ খবর দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা তাদের প্রতিবেদনে খবরটি প্রকাশ করেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে।
যে চার মন্ত্রীর শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে তারা হলেন যথাক্রমে পররাষ্ট্র, খনিজ, শিক্ষা এবং স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটির সরকারের মুখপাত্র এ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, সম্প্রতি তারা করোনায় আ'ক্রা'ন্ত হন।
বুর্কিনা ফাসোর পররাষ্ট্রমন্ত্রী আলফা ব্যারি স্থানীয় সময় শুক্রবার এক টুইট বার্তায় জানান, ‘গুজব অবশেষে সত্যি হয়েছে। আমি এইমাত্র জানতে পারলাম যে, আমি কোভিড-১৯ পজিটিভ।’ এর আগে পররাষ্ট্রমন্ত্রী করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।
দেশটির খনিজমন্ত্রী ওমারোউ ইদানি, শিক্ষামন্ত্রী স্ট্যানলিম ওউরাউ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সিমিওন সোয়াদোগো প্রত্যেকেই ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।