রবিবার, ২২ মার্চ, ২০২০, ০৬:০১:৪৩

করোনাভাইরাস: প্রতিদিন ৫ জিবি ইন্টারনেট ফ্রি!

করোনাভাইরাস: প্রতিদিন ৫ জিবি ইন্টারনেট ফ্রি!

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব এখন করোনাভাইরাস জ্ব'রে কাঁ'পছে। এরই মধ্যে প্রা'ণঘা'তী এই ভাইরাস ছ'ড়িয়ে পড়েছে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে।
এখন পর্যন্ত এই ভাইরাসে বিশ্বব্যা'পী আক্রা'ন্ত হয়েছে ৩ লাখ ৭ হাজার ৬১৩ জন। এর মধ্যে মৃ'ত্যু হয়েছে ১৩ হাজার ৫০ জনের।

চীনের উহান থেকে এই ভাইরাসের উৎ'পত্তি হলেও তা সবচেয়ে ভ'য়ঙ্ক'র রূ'প নিয়েছে ইতালিতে গিয়ে। বর্তমানে ইউরোপের দেশটিতে এই ভাইরাসে মৃ'ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫ জনে। দেশটিতে আক্রা'ন্ত হয়েছে ৫৩ হাজার ৫৭৮ জন।আর চীনে মোট আক্রা'ন্ত হয়েছে ৮১ হাজার ৫৪ জন। এর মধ্যে মৃ'ত্যু হয়েছে ৩ হাজার ২৬১ জন।

করোনা প্রতিরো'ধে এরই মধ্যে কিছু প্রতিষ্ঠান ওয়ার্ক ফ্র'ম হোম পরিসেবা চালু করেছে। আর বাড়িতে বসে কাজ করার জন্য বেশি প্রয়োজন ভালো ইন্টারনেট সং'যোগ।এই ওয়ার্ক ফ্র'ম হোম সুবিধার জন্য নতুন প্ল্যা'ন নিয়ে এলো বিএসএনএল। ভারতের আন্দামান ও নিকোবরসহ সব রাজ্যের বিএসএনএল গ্রাহকরা এই ব্রডব্যান্ড পরিসেবা পাবেন।

যেসব গ্রাহকদের ল্যান্ডলাইন সংযোগ রয়েছে একমাত্র তারাই বিনামূল্যে এই সেবা পাবেন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০ এমবিপিএস স্পি'ডে ৫ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন। ৫ জিবি ডেটা শেষ হয়ে গেলে স্পি'ড নেমে আসবে ১ এমবিপিএসে।

এই প্ল্যা'নের কোনও ফ'লোআ'প লিমিট নেই এবং এই প্ল্যানের জন্য প্রতি মাসে আলাদা করে কোনও খরচ করতে হবে না। বিএসএনএল ছাড়াও এই ধরনের প্ল্যা'নের কথা ঘো'ষণা করেছে এয়ারটেল এক্সস্ট্রিম ফাইবার।

প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য করোনা ভাইরাস রো'ধে আরও বেশি মানুষকে যেন বাড়িতেই রাখা সম্ভব হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে