রবিবার, ২২ মার্চ, ২০২০, ০৭:১৩:০৯

হঠাৎ জার্মানিতে করোনার বিস্ফো'রণ, দু'দিনেই আক্রা'ন্ত ৭ হাজার!

হঠাৎ জার্মানিতে করোনার বিস্ফো'রণ, দু'দিনেই আক্রা'ন্ত ৭ হাজার!

আন্তর্জাতিক ডেস্ক : এবার জার্মানিতে করোনা ভাইরাসের বি'স্ফো'রণ ঘটেছে। শনিবার একদিনেই ৪ হাজার ৫২৮ জন আর রবিবার একদিনেই দেশটিতে ২ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছেন। ফলে সেখানে এখন করোনা ভাইরাসে আ'ক্রা'ন্তের সংখ্যা ২২ হাজার ৩৬৪ জনে দাঁড়িয়েছে। আর মৃ'তের সংখ্যা ৮৪ জনে দাঁড়িয়েছে। 

সুস্থ হয়েছে মাত্র ২০৯। করোনা ভাইরাস ঠে'কাতে এমন সব পদক্ষে'প নিচ্ছে জার্মানি দ্বিতীয় বিশ্বযু'দ্ধের পরও দেশটির জনগণ যেগুলোর মুখো'মুখি হয়নি। আর এতে মানুষের জীবনযাত্রাও ব'দলে গেছে রাতারাতি। গত শুক্রবারও করোনা আ'ক্রা'ন্তের সংখ্যায় ইরানের পেছনে ছিল স্পেন ও জার্মানি। 

কিন্তু এরপর ২৪ ঘণ্টার ব্যবধানে দেশ দু'টিতে কয়েক হাজার নতুন রোগী শনা'ক্ত হওয়ায় এখন সর্বোচ্চ আ'ক্রা'ন্তের তালিকায় তিন ও চার নম্বরে উঠে এসেছে তারা। আ'ক্রা'ন্তের সংখ্যা কম হলেও স্পেন-জার্মানির চেয়ে ইরানে সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেক বেশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে