আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের দা'পটে এখন কাঁপছে বিশ্ব। প্রা'ণঘা'তী এই ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে। বিশ্বব্যাপী এই ভাইরাসে আ'ক্রা'ন্তের সংখ্যা এখন ৩ লাখ ১৫ হাজার ২৬৭। করোনার সং'ক্র'মণে মৃ'ত্যু হয়েছে ১৩ হাজার ৫৯১ জনের। তবে উৎ'প'ত্তিস্থল চীনে পরি'স্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে।
দুই মাসের ব্যবধানে করোনা পরি'স্থিতি পুরোপুরি নিয়'ন্ত্রণে এসেছে বলে দাবি করছে দেশটি। এখন দেশটির সব সিনেমা হল ও থিয়েটার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী, এ মাসের শেষে চীনের প্রায় ৭০ হাজার প্রেক্ষাগৃহ চালু হবে। আর এ সপ্তাহে চালু হওয়ার কথা রয়েছে বেশ কয়েকটি। একই তথ্য জানিয়েছে ফোর্বস।
তাদের তথ্য মতে, হলিউডের বিখ্যাত 'হ্যারি পটার'- চলচ্চিত্রের আট কি'স্তি থ্রিডি আকারে মুক্তি দেওয়া হচ্ছে চীনে। থাকছে আরও বেশ কয়েকটি পশ্চিমা ছবির চাইনিজ সংস্করণ। আর এ কারণে প্রেক্ষাগৃহগুলো নতুন করে সাজানো চলছে। এতে এখন শোভা পাচ্ছে বিভিন্ন ছবির পোস্টার। সিনেমা হলগুলো খুললেও দর্শকদের সচেতন থাকতে বলা হয়েছে।
মাস্ক ছাড়া সিনেমা হলে ঢোকার অনুমতি নেই। হলে ঢোকার আগের সবার শরীরের তাপমাত্রাও মাপা হবে। প্রসঙ্গত, গত ডিসেম্বরের শেষ দিকে দেশটির উহানে প্রথম পাওয়া যায় করোনা ভাইরাস। এতে এ পর্যন্ত মা'রা গেছেন ১৩ হাজারেরও বেশি মানুষ। সারা বিশ্বে এখন পর্যন্ত ৩ লাখ ১১ হাজার জন আ'ক্রা'ন্ত হয়েছেন। মহামা'রি এই ভাইরাস বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।