আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা আ'ক্রা'ন্ত হয়ে আরও এক জনের মৃত্যু হল। গুজরাতের সুরাতের হাসপাতালে মৃ'ত্যু হয়েছে ৬৯ বছরের বৃদ্ধের। ফলে মৃ'তের সংখ্যা বেড়ে হল ৭। এই নিয়ে শুধু রবিবারই তিন জনের মৃ'ত্যু হল। শুরুতে সং'ক্র'মণের হা'র অনেকটাই কম ছিল। কিন্তু সময় যত পেরোচ্ছে করোনা ভাইরাসে আ'ক্রা'ন্তের সংখ্যাটাও পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে ভারতে।
ইতিমধ্যেই আ'ক্রা'ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪১। নতুন করে সং'ক্র'মিত হয়েছেন ২৬ জন। যে ভাবে সং'ক্র'মণের সংখ্যাটা বাড়ছে, তাতে গোটা ভারতে আত'ঙ্কের আব'হ তৈরি হয়েছে। তবে তার মধ্যেও আশার খবর এই যে, সং'ক্র'মিত হওয়া ২৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। ইউরোপীয় দেশগুলোর মতো যাতে সং'ক্র'মণ হু হু করে ছড়িয়ে না পড়ে, তার জন্য রাজ্যে, শহরে লকডাউন, শাটডাউনের মতো পদক্ষেপ করছে প্রশাসন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা মতোই রবিবার দেশ জুড়ে পালিত হচ্ছে 'জনতা কার্ফু'। করোনার সং'ক্র'মণ ঠে'কাতে এই পদক্ষেপে ব্যা'পক সাড়াও মিলছে রবিবার সকাল থেকেই। কলকাতা-সহ সারা ভারতের ৭৫টি জেলায় 'লকডাউন'-এর প্রস্তাব দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সরকারের তরফে রাজ্য সরকারগুলিকে নির্দেশিকা পাঠিয়ে এই বিষয়টি জানানো হয়েছে।
তবে রাজ্যগুলি চাইলে লকডাউনের তালিকা বাড়াতে পারবে। পরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের তরফে সাংবাদিক বৈঠকেও এই বিষয়টি জানানো হয়েছে। আজ রবিবার সব রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবদের সঙ্গে বৈঠক করার পর এই প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানিয়ছে দেশটির স্বাস্থ্যমন্ত্রকণালয়। প্রস্তাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত আন্তঃরাজ্য বাস চলাচল পুরোপুরি বন্ধ রাখার কথাও বলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের এই ৭৫টি জেলা থেকে নোভেল করোনা ভাইরাস সং'ক্র'মণ নি'শ্চিত হয়েছে। সেই কারণেই এই লকডাউনের প্রস্তাব। লকডাউনের সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্য সরকারগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রের বিজ্ঞপ্তিতে। তবে লকডাউন হলেও জ'রুরি পরিষেবা চালু রাখার কথা বলা হয়েছে কেন্দ্রের ওই প্রস্তাবে।
গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজার। করোনার থাবা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯২ হাজার। সংক্রমণের দিক থেকে শীর্ষেই রয়েছে চিন। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৮২ হাজার। তার পরেই রয়েছে ইটালি। সেখানে এই সংখ্যাটা প্রায় ৫৪ হাজার। তবে মৃত্যুর দিক থেকে সব দেশকে ছাড়িয়ে গিয়েছে ইটালি। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাড়ে ৪ হাজার মানুষের। সংক্রমণ ছড়িয়েছে ১৭১টি দেশে।