আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস ঠে'কাতে শনিবার নয়া গু'জব ছড়াল ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার বেশ কিছু ব্লকে এবং হুগলির আরামবাগে। কয়লাগুঁড়া গঙ্গাজলে গুলে মাখলেই নাকি করোনা ছুঁতে পারবে না! হাওড়া জেলায় এখনও কোনো করোনা আ'ক্রা'ন্তের স'ন্ধা'ন মেলেনি। সচেতনতা বৃদ্ধিতে জো'রদার প্রচারও চলছে।
এর মধ্যেই শনিবার ভোর হতে উদয়নারায়ণপুর, আমতা, জগৎবল্লভপুর, বাগনান, ডোমজুড়, উলুবেড়িয়ার বহু গ্রামে শাঁখ বাজতে থাকে। অনেক বাড়ির নারীরা বাড়ির কোণের মাটি খুঁড়তে শুরু করে দেন। সেখানেই নাকি তারা কয়লাও পান! তারপরে তা গুঁড়া করে গঙ্গাজলে গুলে শরীরে মেখেছেন অনেকে। কেউ কেউ কয়লা-গোলার ফোঁটাও লাগিয়েছেন কপালে। একই ছবি আরামবাগেও।
গোমূত্র খেলে করোনা সারবে, গেরুয়া শিবিরের কয়েকজনের এই নিদানে ক'দিন আগেই হই'চই হয়েছে। দিল্লিতে কেউ কেউ গোমূত্র খেয়েছেন। কলকাতার জোড়াসাঁকো এবং ডানকুনিতেও গোমূত্র বিক্রি হয়েছে। কিন্তু হাওড়া বা আরামবাগে কয়লাগুঁ'ড়া মাখার গু'জব কীভাবে ছড়াল, তা জানা নেই প্রশাসনের। উদয়নারায়ণপুরের বিডিও রামজীবন হাঁসদা বলেন, ''পুরোটাই গু'জব। বর্তমান পরি'স্থিতিতে কারা এ সব র'টাচ্ছে, তা দেখা হচ্ছে।''
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উলুবেড়িয়ার কালীনগর শাখার সম্পাদক বিশ্বনাথ প্রামাণিক বলেন, ''কপালে কয়লার ফোঁটা লাগালে করোনা হবে না, এ সব কথার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। করোনা নিয়ে মানুষের মনে ভয় বাসা বেঁ'ধেছে। তাই এই গু'জব সহজেই মানুষ বিশ্বাস করছেন। বাড়ির কালো মাটিকেও কেউ কেউ কয়লাগুঁড়া বলে মনে করছেন। আমরা সবাইকে বলছি, গু'জব নয়, করোনা নিয়ে সরকার যে বিধিনি'ষে'ধের কথা বলছে, তা সবাই মেনে চলুন।''
গু'জব যে হারে ছড়ায় তাতে উদয়নারায়ণপুরের কুরচি, শিবপুর, খেমপুর, জগৎবল্লভপুর, শ্যামপুর, ডোমজুড়ের জয়চণ্ডীতলা, বাগপাড়া, দক্ষিণদাঁড়ি, আমতার সাঁপুড়দা থেকে একের পর এক কয়লাগুঁড়া মাখার খবর আসতে থাকে। উদয়নারায়ণপুরের হরালি গ্রামের এক নারী বলেন, ''সকালেই পরিবারের সকলের কপালে কয়লাগুঁড়ার ফোঁটা লাগিয়ে দিয়েছি।'' সূত্র: আনন্দবাজার।