আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) করোনাভাইরাসে সৃষ্ট রোগ কোভিড-১৯-এর চিকিৎসায় চিকিৎসকদের ম্যালেরিয়া রোগের ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি দিয়েছে। এ রোগে আ'ক্রা'ন্ত রোগীদের অগ্রবর্তী অবস্থায় অন্যান্য অ্যান্টিভাইরালের সঙ্গে এই ওষুধ দেওয়া যাবে।
সম্প্রতি ফ্রান্সের গবেষণায় দেখা গেছে, ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যান্টিভাইরালের সঙ্গে ব্যবহার করলে সেটি করোনাভাইরাসের সং'ক্রমণ রোধে কার্যকর হতে পারে। কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশে ম্যালেরিয়া রোগের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করা হয়।
জর্ডানের এফডিএর প্রধান চিকিৎসক হায়েল ওবেদাত আল-জাজিরাকে বলেছেন, তাঁর প্রতিষ্ঠান গতকাল রোববার হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা উদ্ধৃত করে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের আইনি বৈধতা নিশ্চিত করা হয়েছে।
হায়েল ওবেদাত বলেন, চিকিৎসকদের তত্ত্বাবধানে অন্যান্য অ্যান্টিভাইরাল চিকিৎসার সঙ্গেই কেবল হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করা যাবে। তিনি আরও বলেন, কোভিড-১৯-এ আক্রান্ত স্টেজ-২-এর রোগীরা অথবা যাঁদের অবস্থা আশ'ঙ্কাজনক, তাঁদের ক্ষেত্রেই এই ওষুধ ব্যবহার করতে হবে।
ওবেদাত বলেন, তিনি বিভিন্ন ওষুধের দোকানে হাইড্রোক্সিক্লোরোকুইনের বিক্রির ওপর নিষে'ধাজ্ঞা জা'রি করেছেন, যাতে যেসব রোগীর এই ওষুধ নিতান্ত প্রয়োজন, তাঁরা তা পেতে পারেন। ওবেদাত বলেন, কোভিড-১৯-এর চিকিৎসায় সবার ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের প্রয়োজন নেই।