সোমবার, ২৩ মার্চ, ২০২০, ০২:২৭:১৮

করোনা ভাইরাস; রাশিয়ার মসজিদগুলোতে চলছে বিরতিহীন কুরআন খতম

করোনা ভাইরাস; রাশিয়ার মসজিদগুলোতে চলছে বিরতিহীন কুরআন খতম

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য রাশিয়ার মসজিদে বিরতিহীন কুরআন খতম শুরু হয়েছে। সম্প্রতি রাজধানী মস্কোর আল জামে গ্র্যান্ড মসজিদে দেশটির মুফতিদের সংগঠন মুফতিন কাউন্সিল এই খতম অনুষ্ঠানের আয়োজন করে।

এদিকে মুফতি কাউন্সিলের পক্ষে রুশ মুসলমানদের আধ্যাত্মিক নেতা শায়খ রাবি আইনুদ্দিন জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যেন না ঘটে এজন্য আমরা বিরতিহীন কুরআন খতমের আয়োজন করেছি।

মহান আল্লাহর নিকট আমাদের আরজু তিনি যেন এই ওসিলায় আমাদের চলমান সৃষ্ট বিপদ থেকে রক্ষা করেন। আমাদের বিশ্বাস বিশেষ এই ইবাদতের বদৌলতে মহান স্রষ্টা তাঁর বান্দাদের দোয়া কবুল করবেন।

এদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘা'তী মহামা'রি করোনা ভাইরাস রাশিয়ায়ও প্রবেশ করেছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটিতে এ পর্যন্ত করোনায় আ'ক্রা'ন্ত হয়েছে অন্তত শতাধিক রাশিয়ান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে