সোমবার, ২৩ মার্চ, ২০২০, ০৯:১৭:৩৯

করোনা বিপ'র্যয়ের মুখে ইরানের আকাশসীমায় এফ-১৮ মার্কিন যু'দ্ধবিমান

করোনা বিপ'র্যয়ের মুখে ইরানের আকাশসীমায় এফ-১৮ মার্কিন যু'দ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের আকাশসীমায় প্রবেশের সময় দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর হু'মকির মুখে একটি এফ-১৮ যু'দ্ধবিমান ফিরে গেছে। ২০ মার্চ ফার্সি নওরোজের প্রথম দিন ইরানের দক্ষিণাঞ্চলীয় আকাশসীমায় এ ঘটনা ঘটেছে। সম্প্রতি ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি একটি ভিডিও প্রকাশ করেছে। 

তবে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৮ যু'দ্ধবিমানটি কোন দেশের ছিল সে তথ্য প্রকাশ করেনি তারা। ভিডিওতে দেখা যায়, ইরানি সশ'স্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগের সদস্যরা একাধিকবার এফ-১৮ যু'দ্ধবিমানের প্রতি হু'শিয়ারি উচ্চারণ করার পরও বিমানটির গতিপথ ব'দলাচ্ছে না। কিন্তু সত'র্কবার্তা না শুনলে হা'মলা করা হবে বলে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা চূড়ান্ত হু'শিয়ারি দেয়ার পরই চালক সত'র্ক হোন।

পরে যু'দ্ধবিমানটি ইরানের আকাশসীমা ল'ঙ্ঘন না করে গতিপথ পরিবর্তন করে দ্রুত সরে যায়। গত কয়েক মাস যাবত করোনা ভাইরাসের প্রকো'পে দেশটি মা'রা'ত্মক বিপ'র্যয়ের মুখে রয়েছে। বিশ্বে করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়ে মৃত্যু সংখ্যা হিসাব করলে ইতালি এবং চীন এবং স্পেনের পরেই ইরানের অবস্থান। এ অবস্থা মো'কাবেলায় ইরান সরকার এবং ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিনিয়ত প্রতিরো'ধমূলক ব্যবস্থা নিয়ে চলেছেন। যদিও এরপরেও আক্রা'ন্তের সংখ্যা জ্যামিতিক হা'রে বেড়েই চলেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে