নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোতে ৬০ বছরের উর্দ্ধে বেশি বয়স্কদের বাড়িতে থাকার (হোম কোয়ারেন্টাইন) নির্দে'শ দেয়া হয়েছে। অন্যথায় তাদের গ্রামের বাড়িতে চলে যেতে বলা হয়েছে। শহরটির মেয়র সেরজেই সবিয়ানিন নিজস্ব ওয়েবসাইটে এই নির্দে'শ দিয়েছেন।
করোনা ভাইরাসের সং'ক্র'মণ এড়াতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (বয়স ৬৭ বছর) ক্ষেত্রে এই নিষে'ধা'জ্ঞা প্রযোজ্য হবে না।
মেয়র বলেছেন, প্রেসিডেন্ট এ নিষে'ধা'জ্ঞার বাইরে থাকবেন। তিনি তার কার্যালয় থেকে রাষ্ট্রীয় কার্যক্রম চালিয়ে যাবেন। রাশিয়ায় এ পর্যন্ত ৪৩৮ জন করোনায় আ'ক্রা'ন্ত হয়েছেন। তবে এদের বেশিরভাগই মস্কোর বাসিন্দা। মেয়র সবিয়ানিন বলেছেন, আগামী ২৬ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বয়স্কদের অবশ্যই বাড়িতে অবস্থান করতে হবে।
রাশিয়ায় করোনা ভাইরাস প্রতিরো'ধে কেন্দ্রীয়ভাবে যে টাস্কফোর্স গঠন করা হয়েছে, মেয়র তার সদস্যও। তিনি বলেন, ''আপনারা সম্ভবত এটা পছন্দ করবেন না, হয়তো এর বিরো'ধিতাও করতে পারেন। কিন্তু আমার প্রতি আপনারা আস্থা রাখুন, এই নির্দে'শ আপনাদের স্বার্থেই জা'রি করা হয়েছে।''
করোনার প্রাদু'র্ভাব ঠে'কাতে ইতোমধ্যে ক'ড়াক'ড়ি আরো'প করেছে রাশিয়া। সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্টগুলো স্থ'গিত করে দেয়া হয়েছে। স্কুল ও ফিটনেট ক্লাবগুলোও ব'ন্ধ রয়েছে। বিদেশিদের জন্য সীমান্ত ব'ন্ধ করে দেয়া হয়েছে। তবে নির্দে'শ অমা'ন্যকারীদের জন্য এশিয়া ও ইউরোপের দেশগুলোর মতো কা'রাবাসের বিধান করেনি রাশিয়া সরকার।