মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ১০:২৭:২৮

চীন আগেভাগেই সত'র্ক করলে আজ ‘বেঁ'চে’ যেত বিশ্ব : ডোনাল্ড ট্রাম্প

চীন আগেভাগেই সত'র্ক করলে আজ ‘বেঁ'চে’ যেত বিশ্ব : ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস সম্পর্কে চীন আগেভাগেই সত'র্ক করলে আজ এই পরিস্থি'তির স'ম্মু'খীন হতে হতো না। স'রাস'রি এভাবে করোনার দা'য় চীনকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনেরও যে তাতে লাভ হয়নি এ কথা অক'পটে স্বী'কার করে নেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, করোনাভাইরাস সম'স্যা জনস'মক্ষে প্রকা'শিত হওয়ার আগে কোনও ত'থ্যই ছিল না মার্কিন গো'য়ে'ন্দাদের কাছে। চীনের কোনও উপকার হচ্ছে না। হাজার হাজার মানুষের মৃ'ত্যু হয়েছে। ন'রক হয়েছে চীন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং-র সঙ্গে আমার কথা হয়েছে। এটুকুই বলব যে, তারা আমাদের আগে জানাতে পারত।

যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনে করোনার বি'স্ফো'রণ ঘ'টেছে। এখন পর্যন্ত সেদেশে করোনায় আক্রা'ন্ত হয়েছে ৪৬,২২৭ জন। মা'রা গেছে ৫৮৭ জন।
চীন ও ইতালির পরই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রা'ন্ত হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে