বুধবার, ২৫ মার্চ, ২০২০, ০৫:৩৩:০১

রোগীদের সেবা দিতে গিয়ে করোনাভাইরাসে আক্রা'ন্ত এক নার্স যা করলেন সেটা অক'ল্পনীয়

রোগীদের সেবা দিতে গিয়ে করোনাভাইরাসে আক্রা'ন্ত এক নার্স যা করলেন সেটা অক'ল্পনীয়

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ভ'য়াল তা'ণ্ডবে বি'পর্য'স্ত ইতালি। দেশটিতে এরই মধ্যে করোনায় আ'ক্রা'ন্তের সংখ্যা প্রায় ৭০ হাজার। মৃ'ত্যু হয়েছে ৬ হাজার ৮২০ জনের। বিশ্বের করোনায় মৃ'ত্যুর সংখ্যা ইতালিতেই সবচেয়ে বেশি। রোগীদের সেবা দিতে হি'মশি'ম খা'চ্ছেন দেশটির চিকিৎসক ও নার্সরা। সেবা দিতে গিয়ে অনেকেই আক্রা'ন্ত হচ্ছেন করোনায়। মৃ'ত্যুও হয়েছে অনেক ডাক্তার-নার্সের।

তবে এবার রোগীদের সেবা দিতে গিয়ে করোনাভাইরাসে আক্রা'ন্ত এক নার্স যা করলেন সেটা অক'ল্পনীয়। করোনায় সং'ক্র'মিত হওয়ার পর সেটি যাতে অন্যদের মাঝে ছ'ড়িয়ে না পড়ে সেজন্য আ'ত্মহ'ত্যা করেছেন ইতালির এক নার্স। বুধবার দেশটির নার্সিং ফেডারেশনের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের এক প্রতিবে'দনে এ ত'থ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনায় ইতালির সবচেয়ে বেশি বি'পর্য'স্ত এলাকা লো'ম্বার্দি অঞ্চলের একটি হাসপাতালে কর্মরত ছিলেন ডেনিয়েলা ট্রেজি (৩৪) নামের ওই নার্স। করোনাভাইরাসের প্রা'দুর্ভা'ব শুরুর সময় থেকে তিনি একেবারে সামনে থেকে রো'গীদের সে'বা দিয়ে আসছিলেন।ইতালির নার্সদের সংগঠন দ্য ন্যাশনাল ফেডারেশন অব নার্স ডেনিয়েলার আ'ত্মহ'ত্যার 'থ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার রাতে এক বি'বৃতিতে ডেনিয়েলার মৃ'ত্যুতে গ'ভীর শো'ক প্রকা'শ করেছে সংগঠনটি।

দ্য ন্যাশনাল ফেডারেশন অব নার্স বলছে, করোনার বিস্তা'র নি'য়ন্ত্র'ণে আ'নতে হাসপাতালে প্রচ'ণ্ড চে'ষ্টা করছিলেন ডেনিয়েলা। এ সময় প্রা'ণঘা'তী এই ভাইরাসে নিজের সং'ক্র'মিত হওয়ার আশ'ঙ্কা করছিলেন তিনি। এটা নিয়ে চর'ম বি'ষন্ন'তায় ভু'গছিলেন।দেশটিতে মঙ্গলবারও রেকর্ড ৭৪৩ জনের প্রা'ণ কে'ড়েছে করোনা। পরি'স্থি'তি নি'য়ন্ত্র'ণে আ'নতে দেশটির সরকার ব্যা'পক ব্যবস্থা নিলেও তা কাজে আসছে না। প্রতিনিয়ত লা'ফিয়ে লা'ফিয়ে বা'ড়ছে করোনা সং'ক্র'মণ এবং মৃ'ত্যু।

মিলান থেকে মাত্র ৯ মাইল দূরের মঞ্জা এলাকার স্যান জিরার্দো হাসপাতালের আ'ইসি'ইউতে কর্মরত ছিলেন ডেনিয়েলা ট্রেজি। করোনাভাইরাসের ল'ক্ষ'ণ দেখা যাওয়ার পর তাকে কো'য়ারে'ন্টাইনে রাখা হয়। পরে পরীক্ষায় তার শরীরে করোনার উপস্থি'তি নি'শ্চি'ত হন চিকিৎসকরা।

নার্সদের ওই সংগঠন বলছে, ভেনিসেও এক সপ্তাহ আগে একই ভাবে একজন নার্স করোনা সং'ক্রমি'ত হয়েছিলেন। স্যান জিরার্দো হাসপাতালের জেনারেল ম্যানেজার মারিও আলপারোনি বলেন, ডেনিয়েলা গত ১০ মার্চ থেকে বাসায় ছিলেন। তবে তিনি চিকিৎসকদের প'র্যবে'ক্ষণে ছিলেন না।

স্থানীয় গণমাধ্যম বলছে, ওই নার্সের প্রা'ণহা'নির ঘ'টনায় তদ'ন্ত শুরু করেছে বিচার বিভাগ। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউট এক পরিসং'খ্যান প্রকা'শ করেছে। এতে বলা হয়েছে, দেশটিতে করোনাভাইরাসের প্র'কো'প শুরু হওয়ার পর রো'গীদের সে'বা দিতে গিয়ে অন্তত ৫ হাজার ৭৬০ স্বাস্থ্যকর্মী সং'ক্র'মিত হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে