বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ১২:৪৮:১০

অবিশ্বাস্য, মাত্র ৩ দিনেই করোনামুক্ত!

অবিশ্বাস্য, মাত্র ৩ দিনেই করোনামুক্ত!

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী এখন আত'ঙ্কে'র নাম করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ১৯৬টি দেশ ও অঞ্চলে ছ'ড়িয়ে পড়েছে প্রা'ণঘা'তী এই ভাইরাস। কে'ড়ে নিয়েছে ২০ হাজার ৪৯৪ জনের প্রাণ।এছাড়া বিশ্বব্যাপী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রা'ন্ত হয়েছে ৪ লাখ ৫২ হাজার ১৬৮ জন।

চীনের উহান থেকে ছ'ড়িয়ে এই ভাইরাস এখন তা'ণ্ড'ব চা'লাচ্ছে ইউরোপের দেশ ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত আক্রা'ন্ত হয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রা'ন্ত হয়েছে ৫ হাজার ২১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬৮৩ জনের মৃ'ত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে মৃ'তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫০৩ জনে।
বিশ্বের অন্যান্য দেশের মতো ব্রিটেনেও আ'ত'ঙ্কে'র কারণ হয়ে দাঁ'ড়িয়েছে এই ভাইরাস। এখন পর্যন্ত দেশটিতে ৮ হাজার ২২৭ জন।  এর মধ্যে মৃ'ত্যু হয়েছে ৪৩৩ জনের।

দেশটিতে আক্রা'ন্তদের মধ্যে রয়েছেন দ্বিতীয় বিশ্বযু'দ্ধের বিজয়ী নায়ক জ্যাক বাউডেন। বতর্মানে তার বয়স ৯৮ বছর। দ্বিতীয় বিশ্বযু'দ্ধের মতোই করোনাভাইরাসকেও জয় করলেন তিনি। প্রা'ণঘা'তী এই ভাইরাসে পজেটিভ হওয়ার মাত্র তিন দিনের মধ্যেই তিনি সু'স্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জ্যাক বাউডেন একজন সাবেক ফার্মাসিস্ট। দ্বিতীয় বিশ্বযু'দ্ধের সময় তিনি পেনিসিলিনের অত্যাবশ্যকীয় উৎপাদন তৈরির কাজ করেছিলেন। গত ১৮ মার্চ তিনি অসু'স্থ হয়ে পড়লে পরীক্ষায় তার করোনা সং'ক্র'মণ ধ'রা পড়ে।এই মহান দাদু দ্রু'ত সু'স্থ হয়ে উঠেন এবং শনিবার বোল্টনে তার নিজের বাড়িতে ফি'রে আসেন।

জ্যাকের কনিষ্ঠ পুত্র মার্ক (৫৮) বলেছেন যে, 'তিনি বিদায় চিঠি লিখেছিলেন যখন ডাক্তাররা তাকে বলেছিলেন যে তার বাবা করোনায় আক্রা'ন্ত হয়েছেন। আমি ভেবেছিলাম আমি আর তাকে দেখতে পাব না। আমি তাকে একটি সুন্দর চিঠি লিখেছিলাম। তবে শুক্রবারের মধ্যে নার্সরা বলেছে যে সে আ'শ্চ'র্যজনক কাজ করছে এবং তার বুকে হালকা হালকা সং'ক্র'মণ হয়েছে।'

রয়্যাল বোল্টন হাসপাতালের চিকিৎসকরা সিদ্ধা'ন্ত নিয়েছিলেন যে, সাবেক রয়েল নেভির এই কর্মকর্তাকে ওয়ার্ডে রাখার চেয়ে তার বাড়িতে আইসোলেশনে রাখলে সেটাই তার জন্য ভালো হবে। হাসপাতালের ওয়ার্ডে থাকলে তার ঝুঁ'কি রয়েছে।শুরুতে চিকিৎসকরা জ্যাককে কিভাবে চিকিৎসা দেবেন সেটা নিয়ে উ'দ্বি'গ্ন হয়ে ওঠেন। তবে তাকে স'ন্দে'হজনক জ্ব'রের সং'ক্র'মণের জন্য চিকিৎসা করা হয়েছিল এবং এতেই তার উন্নতি শুরু হয়েছিল।

তিনি এখন পু'রোপু'রি সু'স্থ্য হয়ে উঠেছেন এবং তার ফু'সফু'সেও কোন সং'ক্র'মণ নেই। ডাক্তাররা তার এই ৯৮ বছর বয়সে করোনা জয়কে টেস্ট কে'স হিসাবে নিতে চান। দেখতে চান কিভাবে তিনি এত দ্রু'ত সুস্থ হলেন। এটা অনন্য বয়স্ক রোগীদের চিকিৎসায় পথপ্রদর্শক হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে